পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Swati Maliwal writes to PM Modi: ধর্ষণে সাজাপ্রাপ্তদের শাস্তিমকুব ও প্যারোল নিয়ে কড়া আইনের দাবিতে মোদিকে চিঠি মালিওয়ালের - সুপ্রিম কোর্ট

ধর্ষণে সাজাপ্রাপ্তদের শাস্তিমকুব ও প্যারোল নিয়ে কড়া আইন তৈরির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (DCW Chief Swati Maliwal) ৷

DCW Chief Swati Maliwal writes to PM Narendra Modi seeks stronger laws against remission paroles of rape convicts
Swati Maliwal writes to PM Modi: ধর্ষণে সাজাপ্রাপ্তদের শাস্তিমকুব ও প্যারোল নিয়ে কড়া আইনের দাবিতে মোদিকে চিঠি মালিওয়ালের

By

Published : Oct 29, 2022, 6:27 PM IST

নয়াদিল্লি, 29 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (DCW Chief Swati Maliwal) ৷ তিনি চান ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামিদের (Rape Convicts) শাস্তিমকুব ও প্যারোলে ছাড়া নিয়ে আরও কঠোর আইনের প্রয়োজন ৷ সেই আইন প্রণয়নের দাবিতেই তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে ৷

গুজরাত দাঙ্গার সময় ধর্ষিতা বিলকিস বানোর (Bilkis Bano Case) ধর্ষকদের সম্প্রতি মুক্তি দেয় গুজরাত সরকার ৷ আদালতের একটি নির্দেশের প্রেক্ষিতেই মুক্তি দেওয়া হয় ৷ কিন্তু তা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ কেন ছাড়া হল, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টেও (Supreme Court) মামলা হয়েছে ৷

অন্যদিকে ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিমকে (Gurmeet Ram Rahim) সম্প্রতি প্যারোলে ছাড়া হয়েছে ৷ এই সময়ে তিনি একটি ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ৷ যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷

এই দু’টি বিষয়কে উল্লেখ করেই স্বাতী মালিওয়াল চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এই দু’টি ঘটনাকেই অত্যন্ত অস্বস্তিকর বলে ব্যাখ্যা করেছেন চিঠিতে ৷ তাঁর অভিযোগ, গুজরাত ও হরিয়ানায় ভোট রয়েছে সামনেই ৷ তার আগে এই ধরনের অপরাধীদের ভোট ব্য়াংকের রাজনীতির জন্য রাজনৈতিক নেতারা ব্যবহার করতে পারেন ৷

সেই কারণেই তিনি ধর্ষণে সাজাপ্রাপ্তদের শাস্তিমকুব ও প্যারোলে ছাড়ার ক্ষেত্রে আরও কঠোর আইন চান বলে দাবি করেছেন ৷ এর জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরিরও দাবি জানিয়েছেন তিনি ৷ তাছাড়া বিলকিস বানোর ধর্ষকদের ও গুরুমিত রাম রহিমকে অবিলম্বে আবার জেলে পাঠানোর দাবিও করেছেন ৷

আরও পড়ুন :মেয়েদের নিলাম ! ভিলওয়াড়ায় প্রতিনিধিদল পাঠাল মহিলা কমিশন

ABOUT THE AUTHOR

...view details