পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Swati Maliwal Molested: দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানি, টেনে নিয়ে গেল মদ্যপ চালক ! - স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানি

দিল্লি (Delhi Police) মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানির (Swati Maliwal Molested) অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি (DCW chief Swati Maliwal)৷ সে স্বাতীকে কয়েক মিটার টেনে নিয়ে যায় বলে অভিযোগ (Dragged by intoxicated car driver)৷

DCW chief Swati Maliwal ETV Bharat
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল

By

Published : Jan 19, 2023, 5:23 PM IST

নয়াদিল্লি, 19 জানুয়ারি: দিল্লি মহিলা কমিশনের প্রধান (DCW chief Swati Maliwal) স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানির (Swati Maliwal Molested) অভিযোগ উঠল ৷ আজ সকালে দিল্লির এইমস হাসপাতালের বিপরীতে এই ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ একটি গাড়ি প্রায় কয়েক মিটার তাঁকে টানতে টানতে নিয়ে যায় বলে অভিযোগ তাঁর (Dragged by intoxicated car driver)৷ এই ঘটনায় দিল্লি পুলিশ একজনকে গ্রেফতার করেছে (Delhi Police)৷

মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত: সংবাদসংস্থা এএনআই-কে ডিসিপি দক্ষিণ চন্দন চৌধুরী বলেন, মালিওয়াল অভিযোগ করেছেন যে তিনি তাঁর টিম নিয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের বাইরে ভোর রাত প্রায় পৌনে তিনটে নাগাদ দাঁড়িয়েছিলেন ৷ এই ঘটনায় ধৃত ব্যক্তি দিল্লির সঙ্গম বিহারের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ ৷ তাঁর নাম হরিশ চন্দ্র ৷ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে ৷

স্বাতীকে অশালীন ইশারা অভিযুক্তের: স্বাতী মালিওয়াল পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, ওই ব্যক্তি একটি সাদা রঙের গাড়ি চালাচ্ছিলেন ৷ স্বাতী যেখানে দাঁড়িয়েছিলেন, সেখানে তাঁর সামনে গাড়ি থামিয়ে অভিযুক্ত "অশালীন অঙ্গভঙ্গি" করছিল । তারপরে তিনি স্বাতীকে তাঁর গাড়ির ভিতরে বসতে ইশারা করেন বলে দাবি করেন দিল্লি মহিলা কমিশনের প্রধান । তিনি ওই চালককে তখন তীব্র তিরষ্কার করেন ৷

আরও পড়ুন:কাঞ্ঝাওয়ালার ঘটনায় নয়া তথ্য, মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অঞ্জলির বান্ধবী নিধি

স্বাতীকে 10-15 মিটার টেনে নিয়ে যায় অভিযুক্ত: ডিসিপি দক্ষিণ চন্দন চৌধুরীর কথায়, "তিনি (স্বাতী) কোটলা থানা এলাকার অধীনে এইমস-এর 2 নম্বর গেটে তাঁর দলের সঙ্গে দাঁড়িয়েছিলেন । যখন তিনি ফুটপাথে দাঁড়িয়ে ছিলেন তখন একটি সাদা রঙের গাড়ি তাঁর কাছে আসে ৷ তার চালক তাঁকে লিফটের প্রস্তাব দেন এবং তাঁকে গাড়ির ভিতরে বসার জন্য জোর করতে থাকেন । তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং চালকের জানলার পাশে গিয়ে তাঁকে তিরষ্কার করেন ৷ সেই সময় লোকটি গাড়ির জানালার কাঁচ তুলে নিলে সেখানে স্বাতীর হাত আটকে যায় ৷ তখন সেই অবস্থায় তাঁকে প্রায় 10-15 মিটার পর্যন্ত টেনে নিয়ে যান ওই চালক ৷"

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ: পুলিশ আধিকারিক বলেছেন যে, ভোর 3.12-র দিকে একটি পিসিআর কল আসে এবং পুলিশের একটি দল প্রায় 3.20 -তে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে । পুলিশ মালিওয়ালের কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়েছে এবং তাঁকে ও অভিযুক্তকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই আধিকারিক ৷

দিল্লির কানঝাওয়ালা এলাকায় কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর অঞ্জলি নামে 20 বছরের এক তরুণীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটল স্বাতী মালিওয়ালের সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details