পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Swati Maliwal: স্বাতী মালিওয়ালের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ - দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) বাড়িতে হামলার অভিযোগ ৷ গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ দিল্লি পুলিশের (Delhi Police) কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন স্বাতী ৷ এই ঘটনার নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ৷

DCW Chairperson Swati Maliwal house attacked cars vandalised
Swati Maliwal: স্বাতী মালিওয়ালের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

By

Published : Oct 17, 2022, 2:08 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর : স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ৷ দিল্লির মহিলা কমিশনের (Delhi Commission for Women) চেয়ারপার্সন স্বাতী সোমবার এই অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, তিনি ও তাঁর মা যখন বাড়িতে ছিলেন না, সেই সময় এই হামলা হয় ৷ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরাই এই হামলা চালায় বলে অভিযোগ ৷

এই নিয়ে তিনি এদিন একটি টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছিলেন যে ওই হামলাকারীরা তাঁর গাড়িও ভাঙচুর করেছেন ৷ তাঁর আশঙ্কা বাড়িতে থাকলে হয়তো তাঁকে ও তাঁর মাকে আরও বড় বিপদের মুখে পড়তে হত ৷ একই সঙ্গে ওই টুইটে তিনি হামলাকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছেন ৷ স্বাতী লিখেছেন, ‘‘যাই হোক৷ আমি ভয় পাচ্ছি না ৷ আমি এই নিয়ে দিল্লি পুলিশের (Delhi Police) কাছে অভিযোগ জানাচ্ছি ৷’’

প্রসঙ্গত, দিনকয়েক আগে চিত্র পরিচালক সাজিদ খানকে (Sajid Khan) বিগ বস নামের একটি রিয়ালিটি শো থেকে সরাতে সরব হয়েছিলেন স্বাতী ৷ সাজিদ খান ‘মিটু’ (MeToo)-তে অভিযুক্ত ৷ তাই তাঁকে কীভাবে বিগ বসের 16তম সিজনে প্রতিযোগী হিসেবে নেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন স্বাতী ৷ তিনি এই নিয়ে চিঠি লিখেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে (Union IB Minister Anurag Thakur) ৷ সঞ্চালক সলমন খানের এই অনুষ্ঠান সাজিদকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন তিনি ৷

এর পর স্বাতীকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ স্বাতীর দাবি, সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পাচ্ছেন ৷ এই নিয়ে তিনি দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ তার পর তাঁর বাড়িতে হামলা হল ৷

এদিকে স্বাতী মালিওয়ালের বাড়িতে সোমবারের হামলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Delhi CM Arvind Kejriwal) ৷ তাঁর অভিযোগ, দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ কিছুদিন ধরে অবনতি হচ্ছে ৷ দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সনও সুরক্ষিত নন ৷ এই নিয়ে কেজরিওয়াল দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনার দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ দিল্লির আইনশৃঙ্খলা (Delhi Law and Order) পরিস্থিতি ঠিক করার জন্য তিনি উপ-রাজ্যপালের কাছে আবেদন করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, বিভিন্ন রাজ্যে যেমন সেখানকার সরকারের হাতেই পুলিশের নিয়ন্ত্রণ থাকে, দিল্লির পরিস্থিতি তেমন নয় ৷ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় দিল্লির পুলিশ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে ৷ ফলে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে কেজরিওয়াল আসলে খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই (Union Home Minister Amit Shah) ৷

আরও পড়ুন :সাজিদের বিরুদ্ধে সরব হওয়ায় স্বাতীকে ধর্ষণের হুমকি, তদন্তে দিল্লি পুলিশ

ABOUT THE AUTHOR

...view details