নয়াদিল্লি, 29 জুন : মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের অনুমতি দিল ডিসিজিআই (DCGI) ৷ মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলাকে এই ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ডিসিজিআই ৷ কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিকের পর মডার্নার এই করোনা টিকা ভারতে আপৎকালীন ব্যবহারের জন্য করোনার চতুর্থ টিকা হিসেবে ছাড়পত্র পেল ৷
নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) চিকিৎসক ভি কে পল আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সিপলার তরফে মডার্নার করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল । সেই আবেদনের ভিত্তিতে মডার্নার করোনা টিকাকে আপৎকালীন ব্যবহারের অনুমতি দেওয়া হয়ছে । অর্থাৎ এখনও পর্যন্ত যে টিকাগুলির অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি হল কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক এবং মডার্না ।
ভি কে পল বলেন, "বিদেশে তৈরি অন্যান্য ভ্যাকসিনগুলি বিশেষত ফাইজার এবং জেএন্ডজে-কে ভারতে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সেই প্রক্রিয়া এখনও চলছে । আমাদের দেশে যে ভ্যাকসিনগুলি উৎপাদন করা হচ্ছে, তার উপলব্ধতা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে ।"
এর আগে চলতি মাসের শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র জানিয়েছিল, অন্যান্য দেশগুলি ইতিমধ্যেই ফাইজার ও মডার্নাকে আইনি রক্ষাকবচ দিয়েছে ৷ ভারতও একই রকমভাবে এই দুটি টিকা প্রস্তুতকারী সংস্থাকে আইনি সুরক্ষাকবচ দেওয়ার পরিকল্পনা করেছে ৷ এই প্রস্তাব মঞ্জুর হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি ৷