নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: কিশোরদের জন্য দ্বিতীয় কোভিড 19 টিকা পেয়ে গেল দেশ ৷ এই টিকা বালক-বালিকাদের উপরও প্রয়োগ করা যাবে ৷ 12 থেকে 18 বয়সিদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বায়োলজিক্যাল ই লিমিটেডের টিকা কর্বেভ্যাক্সকে (Corbevax for 12-18 years age group) চূড়ান্ত ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI grants final approval to Biological E's vaccine Corbevax)৷ আজ একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা ৷
তারা তাদের বিবৃতিতে জানিয়েছে, "দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে 12 থেকে 18 বছর বয়সিদের উপর জরুরি ভিত্তিতে পরিমিতভাবে টিকা প্রয়োগের উপর ছাড়পত্র পেয়েছে বিই ৷" গত 28 ডিসেম্বর জরুরি ভিত্তিতে পরিমিত রূপে প্রাপ্তবয়স্কদের উপর ব্যবহারের জন্য কর্বেভ্যাক্সকে (Covid jab Corbevax) অনুমোদন দিয়েছিল ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷
আরও পড়ুন:Corbevax for 12-18 years age group: এবার 12-18 বছর বয়সিদের কোভিড টিকা ? ছাড়পত্রের আশায় কর্বেভ্যাক্স