নয়াদিল্লি, 31 মার্চ : কোভিশিল্ডের শেল্ফ লাইফের সময়সীমা বাড়াল সিরাম ইন্সটিটিউট ৷ ছ'মাস থেকে বাড়িয়ে ন'মাস পর্যন্ত শেল্ফ লাইফ করা হয়েছে কোভিশিল্ড টিকার ৷
শেল্ফ লাইফ কী ?
কোনও একটি সামগ্রী উৎপাদনের দিন থেকে যে দিন পর্যন্ত সেটি ব্য়বহারের উপযুক্ত থাকবে সেই দিন পর্যন্ত সময়সীমাকে শেল্ফ লাইফ ধরা হবে ৷
আরও পড়ুন-করোনা আক্রান্ত এইচ ডি দেবগৌড়া
সিরাম ইন্সটিটিউটকে পাঠানো একটি চিঠিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সোমানি শেল্ফ লাইফের সময়সীমা বাড়ানোর বিষয়টি জানিয়েছিলেন ৷ এবিষয়ে তাদের যে কোনও আপত্তি নেই সেই বিষয়েও জানানো হয়েছিল ৷
ডিসিজিআই লিখেছিল, "কোভিশিল্ড ভ্য়াকসিনের শেল্ফ লাইফ সময়সীমা ছয় মাস থেকে নয় মাস বাড়ানো হোক ৷ এবিষয়ে আমাদের কোনও সমস্য়া নেই ৷"
তবে যে সব ভ্য়াকসিনের বোতলে এখনও লেবেলিং হয়নি সেগুলির ক্ষেত্রেই এই বিষয়টি করতে বলা হয়েছে ৷ এবং ব্য়াজ নম্বর, স্টক সহ যাবতীয় বিষয়গুলি দেখে নেওয়ার কথা বলা হয়েছে ৷