দিল্লি, 15 জুলাই : যিনি সাংসদ, তিনিই আবার বিমানের পাইলট (Pilot) ৷ সংসদীয় কমিটির বৈঠক সেরে সোজা পৌঁছে গিয়েছেন ককপিটে ৷ মঙ্গলবার সন্ধ্যায় এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছেন ডিএমকে (DMK) নেতা তথা চেন্নাই সেন্ট্রালের সাংসদ দয়ানিধি মারান (Dayanidhi Maran) ৷ তিনি এই দৃশ্য দেখে এতটাই আপ্লুত যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই সাংসদকে ৷
যে সাংসদ-পাইলটের কথা বলা হচ্ছে, তিনি অবশ্য দয়ানিধির রাজনৈতিক ‘মিত্রশক্তির’ অংশ নন ৷ একেবারে প্রতিপক্ষ শিবিরের সদস্য ৷ তাঁর নাম রাজীব প্রতাপ রুডি (Rajiv Pratap Rudy) ৷ বিহারের সারণের এই বিজেপি (BJP) সাংসদ অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ও নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভার সদস্যও ছিলেন ৷
আরও পড়ুন :Narendra Modi : দুর্নীতি নয়, উন্নয়নের ভিত্তিতে চলছে রাজ্য, উত্তরপ্রদেশে জানালেন মোদি
ফলে এহেন এক হেভিওয়েট সাংসদের দ্বৈতভূমিকা দেখে আপ্লুত সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরাও ৷ তাই দয়ানিধির পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ৷ রুডির এই ডাবল রোল দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে কুর্নিশ জানিয়েছেন ৷
প্রসঙ্গত, মঙ্গলবার সংসদের খরচের হিসেব সংক্রান্ত একটি কমিটির বৈঠক ছিল ৷ ওই কমিটিতে উপস্থিত হতে দিল্লি হাজির হয়েছিলেন দয়ানিধি মারান ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফেরার সময় বিমানে পাইলট তাঁকে বলেন, আপনিও তাহলে এই বিমানে রয়েছেন ! তখন তাঁর ওই পাইলটকে খুব চেনা চেনা লাগে ৷ কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে ওই পাইলট আসলে রাজীব প্রতাপ রুডি ৷