আনন্দ (গুজরাত), 7 অক্টোবর: গত 30 সেপ্টেম্বর গান্ধিনগর ক্যাপিটাল এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে পথচলা শুরু হয়েছিল, আর এক সপ্তাহের মধ্যে দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেসের আধুনিক সংস্করণ (Vande Bharat express) ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের ভাটওয়া স্টেশনে মোষের সঙ্গে ধাক্কায় বিকল হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিন ৷ 24 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের দুর্ঘটনার কবলে পড়ল মোদির স্বপ্নের ট্রেন ৷ এবার গুজরাতের আনন্দ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের ট্র্যাকে গরু চলে আসে ৷ সেটিকেই সটান ধাক্কা মারে ট্রেনটি ৷
এদিন গান্ধিনগর স্টেশন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আনন্দ স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷ জায়গাটি মুম্বই থেকে প্রায় 432 কিলোমিটার দূরে ৷ জানা গিয়েছে, এদিন বন্দে ভারত এক্সপ্রেস একটি গরুকে ধাক্কা মারে । কোনও কারণে লাইনের উপর চলে এসেছিল গরুটি । যদিও গতকালের মতো এদিনের ঘটনায় ট্রেনের কোনও ক্ষতি হয়নি ।