উত্তরকাশী, 25 নভেম্বর: টানেলে বন্ধ হল ড্রিলিংয়ের কাজ ৷ এদিকে 13 দিন ধরে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে রয়েছেন 41 জন শ্রমিক ৷ 12 নভেম্বর, রবিবার থেকে আজ শনিবার পর্যন্ত দু'সপ্তাহ ধরে টানেলে আছেন তাঁরা ৷
আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স সাংবাদিকদের বলেন, "আটকে থাকা শ্রমিকদের ওই জায়গায় পৌঁছনোর অনেকগুলো উপায় আছে ৷ এই মুহূর্তে সব ঠিক আছে ৷ আর অগার মেশিন দিয়ে কাজ হবে না ৷ অগার শেষ ৷ মেশিনটা ভেঙে গিয়েছে ৷ তাকে মেরামতও করা যাবে না ৷ আর নতুন অগার মেশিনও আনা হবে না ৷"
প্রায় 60 মিটার ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে স্টিলের পাইপ বসিয়ে তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে ৷ তবে মাঝে মাঝেই বাধার মুখোমুখি হচ্ছে ড্রিলিং মেশিন ৷ আর প্রায় প্রতিদিনই কিছুটা দূরত্ব এগিয়ে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হচ্ছে ৷ শুক্রবারও তেমনটাই হল ৷
এবার উদ্ধারকারী দল হাতে ধ্বংসস্তূপ খোঁড়ার কাজ করবে বলে ভাবনাচিন্তা করছে ৷ সরকারি সূত্রে খবর, শুক্রবার কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাতে ড্রিলিং মেশিনের সঙ্গে কোনও ভারী বস্তুর আঘাত লাগে ৷ মনে করা হচ্ছে সেটি ধাতব ৷ তাই কাজ বন্ধ রাখতে হয়েছে ৷ এবার ড্রিলিং করতে মেশিনের সাহায্য না-নিয়ে হাতে হাতে ভেঙে পাইপ বসানোর কাজ করার কথা ভাবছে উদ্ধারকারী দল ৷ তবে এতে সময় আরও বেশি লাগবে ৷
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "উত্তরকাশীতে উদ্ধারকার্য চলছে ৷ এই সময় অগার মেশিনের মুখের কাছে ধাতব বস্তু এসে ধাক্কা লাগে ৷ ওই ধাতব বস্তুটিকে কাটতে হয়েছে ৷ এর ফলে অগার মেশিনটির ক্ষতি হয়েছে ৷ তবে এই মেশিনটি মেরামত করা গিয়েছে ৷"
সরকারি সূত্রে জানা গিয়েছে, এখন আর 6-9 মিটার পর্যন্ত খোঁড়াখুঁড়ির কাজ বাকি রয়েছে ৷ 25 টন ওজনের ভারী অগার মেশিনটিকে সরানো হবে ৷ তারপরে ম্যানুয়ালি অর্থাৎ যন্ত্রের সাহায্য ছাড়া ম্যানুয়ালি কাজ আরম্ভ করা সম্ভব হবে ৷ ইতিমধ্য়ে 6 ইঞ্চির পাইপের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ 20 নভেম্বর, সোমবার রাতে প্রথম তাঁদের কাছে গরম খিচুড়ি, ডাল পাঠানো হয়েছে ৷ ওই পাইপের মধ্যে দিয়েই তাঁদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে ৷ ওষুধ ও অন্য প্রয়োজনীয় পদার্থ তাঁদের কাছে পাঠানো সম্ভব হয়েছে ৷
আরও পড়ুন:
- টানেলে আটকে থাকা শ্রমিকদের কোন পদ্ধতিতে বের করা হবে? রইল এনডিআরএফের মহড়ার ভিডিয়ো
- সিল্কিয়ারা টানেলে শুরু হবে ড্রিলিং, 'আজ সন্ধ্যায় কাজ শেষ হয়ে যাবে', আশাবাদী উদ্ধারকারী দল
- 'মা ভালো আছি, চিন্তা করো না', আশ্বস্ত করলেন সিল্কিয়ারার টানেলে আটকে পড়া বাংলার শ্রমিক