আলাপ্পুঝা (কেরালা), 18 সেপ্টেম্বর:বিক্ষোভ চলাকালীন রাস্তায় বসে পড়া, মিছিলের ফাঁকে গরিব-গুর্বো কৃষকের ভাঙা ঘরে ঢুকে জিরিয়ে নেওয়া - তাঁকে এসব করতে দেখতে অভ্যস্ত দেশবাসী ৷ এ বার কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) এক শিশুকে নিজে হাতে চটি (Rahul Gandhi fixes young girl sandals) পরিয়ে দিয়ে নজর কাড়লেন ৷ গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় টুইট করে কংগ্রেস বোঝাতে চেয়েছে, রাহুলই হলেন প্রকৃত অর্থে আম আদমি ৷
রবিবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Day 11 of Bharat Jodo Yatra) একাদশতম দিনে কেরালায় মিছিলে অংশ নেন ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ সেই সময়ই ঘটে এই ঘটনা ৷ কংগ্রেস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে নিচু হয়ে মিছিলে অংশগ্রহণকারী এক শিশুকন্যার পায়ের চটি পরিয়ে দিচ্ছেন রাগা ৷ এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে কংগ্রেস লিখেছে, "পবিত্রতা...সরলতা...সৌম্যতা ৷ দেশকে জোড়ার ইচ্ছে নিয়ে তাঁরা কর্মের পথে চলছেন ৷ দেশকে ঐক্যবদ্ধ করার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করছেন ৷"
ওই ভিডিয়োয় শিশুটির বাবাকে রাহুল গান্ধির ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে ৷ তিনি বলছেন, রাহুলকে দেখার জন্য তাঁর কন্যা রবিবার ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছে ৷ কোলে মেয়েকে নিয়ে তিনি বলেছেন, "তিনি (রাহুল) খুব সাধারণ একটা মানুষ ৷ একেবারেই ভিআইপিদের মতো না ৷ ভারতের এমনই নেতা প্রয়োজন ৷"