পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NIA Chargesheet Against Dawood Ibrahim : কালো তালিকায় ছিলেন শিল্পপতি-রাজনীতিকরা, ডি-কোম্পানির বিরুদ্ধে চার্জশিটে জানাল এনআইএ

দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। দাউদ ছাড়াও ঘনিষ্ঠ ছোটা শাকিল এবং আরও তিনজনের নামে এদিন বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে (Dawood set up unit to target bizmen & politicians says NIA charge sheet)।

Etv Bharat
ডি-কোম্পানির নিশানায় ছিলেন শিল্পপতি-রাজনীতিকরা, দাউদের বিরুদ্ধে চার্জশিটে জানাল এনআইএ

By

Published : Nov 8, 2022, 5:40 PM IST

Updated : Nov 8, 2022, 6:18 PM IST

মুম্বই, 8 নভেম্বর: কালো তালিকায় ছিলেন দেশের শিল্পপতি এবং রাজনীতিবিদরা। প্রাণঘাতী অস্ত্র বানিয়ে ছোট ছোট শাখায় ভাগ করে বিশিষ্টদের হামলার ছক কষেছিল ডি-কোম্পানি (D Company)। এই মর্মে অপরাধজগতের 'ডন' দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। দাউদ ছাড়াও ঘনিষ্ঠ ছোটা শাকিল এবং আরও তিনজনের নামে এদিন বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে (Dawood set up unit to target bizmen & politicians says NIA charge sheet)।

এনআইএ'র তরফে এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসের জাল এবং ক্রাইম সিন্ডিকেট বিস্তার করে দাউদের ডি-কোম্পানি ভারতে যে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের নমুনা রেখেছিল, সেই সংক্রান্ত মামলায় পরিপ্রেক্ষিতেই মুম্বইয়ের বিশেষ আদালতে এদিন চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তরকারী সংস্থা। দাউদ ইব্রাহিমের এবং ছোটা শাকিলের (Chhota Shakeel) পাশাপাশি আরিফ আবুবাকর শেখ (Arif Abubakar Shaikh), শাব্বির আবুবাকর শেখ (Shabbir Abubakar Shaikh) এবং মহম্মদ সেলিম খুরেশির (Mohammad Salim Qureshi) নাম উল্লেখ রয়েছে এনআইএ-র পেশ করা চার্জশিটে। ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় চলতি বছরের 3 ফেব্রুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুম্বই পুলিশ স্টেশনে এই মামলার অভিযোগ দায়ের করা হয়েছিল বলে এনআইএ সূত্রে খবর।

আরও পড়ুন:দাউদ ও ছোটা শাকিলের মাথার দাম ঘোষণা করল এনআইএ

এনআইএ মুখপাত্রের তরফে বলা হয়েছে, "অভিযুক্ত ডি-কোম্পানির সকল সদস্যদের বিরুদ্ধে তদন্ত প্রমাণ করে সন্ত্রাসবাদী গ্রুপটি একটি সংগঠিত ক্রাইম সিন্ডিকেট, যা বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ড চালিয়ে এই চক্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত কষেছিল ।"

আর এই সিন্ডিকেট চালাতে বিদেশ থেকে হাওয়ালার মাধ্যমেই যে বিপুল পরিমাণ অর্থ ডি-কোম্পানির কোষাগারে ঢুকত, তা এনআইএ-র তদন্তে সুপ্রতিষ্ঠিত হয়েছে বলেই দাবি সংস্থার মুখপাত্রের ৷ যা মুম্বই-সহ দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ব্যবহৃত হত ।

Last Updated : Nov 8, 2022, 6:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details