পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Love Triangle Murder: প্রেমিক ও বন্ধুর সাহায্য নিয়ে শাশুড়িকে খুন পুত্রবধূর, গল্প ফেঁদেও পার পেল না অভিযুক্তরা - পুলিশ

স্বামী বাড়িতে ছিলেন না ৷ তাঁর না-থাকার সুযোগ নিয়ে প্রেমিক ও তার বন্ধুকে বাড়িতে ডেকে আনে গুণধর পুত্রবধূ ৷ তারপরই শাশুড়ির ওপর হামলা চালায় ৷ বছর পঞ্চাশের শাশুড়িকে শ্বাসরোধ করে খুন করে বউমা-সহ তার প্রেমিক ও বন্ধু ৷ অভিযুক্তদের ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ ৷

প্রেমিক ও বন্ধুর সঙ্গে মিলে শাশুড়িকে খুন করল পুত্রবধূ
Love Triangle Murder

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 8:54 PM IST

বেঙ্গালুরু, 17 অক্টোবর: পরকীয়ার জেরে শাশুড়িকে খুন করল পুত্রবধূ। তবে পুত্রবধূ অপরাধ একা করেনি, সঙ্গে জুটিয়েছে তার প্রেমিক ও প্রেমিকের বন্ধুকে ৷ ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়েছে কর্ণাটকের বেঙ্গালুরুর বদরহল্লি এলাকায় ৷ ইতিমধ্যেই বদরহল্লি থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ ধৃতরা হল রশ্মি (পুত্রবধূ), অক্ষয় (প্রেমিক) ও পুরুষোত্তম (প্রেমিকের বন্ধু)।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রশ্মির বিয়ে হয়েছিল মঞ্জুনাথের সঙ্গে। মঞ্জুনাথ গত 5 অক্টোবর বাড়ি ছিলেন না ৷ কর্মসূত্রে বাইরে ছিলেন ৷ এই সুযোগে বছর পঞ্চাশের শাশুড়ি লক্ষ্যমাম্মাকে শ্বাসরোধ করে খুন করে রশ্মি, অক্ষয় ও পুরুষোত্তম ৷ এখানেওই শেষ নয় এরপর ধৃতরা একটা গল্প বানায় ৷ তারা জানায় শাশুড়ি হার্ট অ্যাটাকে মারা যায় ৷

অক্ষয়, রশ্মির শ্বশুরবাড়িতেই ভাড়া থাকতেন ৷ ভাবগতি দেখে রশ্মিকে নিয়ে আগেই সন্দেহ জেগেছিল লক্ষ্যমাম্মার ৷ পুত্রবধূকে এ বিষয়ে জিজ্ঞাসাও করেছিলেন তিনি ৷ রশ্মি তখন জানায়, অক্ষয়ের সঙ্গে ভাড়া নিয়েই কর্থাবার্তা বলে ৷ অন্যদিকে, প্রায়ই লক্ষ্যমাম্মা ও রশ্মির মধ্যে প্রায়শই ঝগড়া লেগে থাকত টাকাপয়সার বিষয় নিয়ে। রশ্মি পরিবারের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করত ৷ শাশুড়ির এতে প্রবল আপত্তি ছিল ৷ এর পরপরই রশ্মি তার প্রেমিক অক্ষয়ের সঙ্গে মিলে পরিকল্পনা করে শাশুড়িকে মেরে ফেলার ৷ সেই মোতাবেক 5 অক্টোবর তার স্বামী বাড়িতে না-থাকলে রশ্মি তার শাশুড়িকে একটি ঘুমের ট্যাবলেট খাওয়ায় ৷ তিনি ঘুমনোর পরই অক্ষয় ও পুরুষোত্তম-সহ রশ্মি শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে।

ফোন চ্যাটিংয়ের মাধ্যমেই রহস্য উদঘাটন: রাঘবেন্দ্র, যিনি ওই বিল্ডিংয়ে তথা রশ্মিরা যেখানে থাকতেন তার প্রথম তলে থাকতেন ৷ সেখানেই থাকতেন অক্ষয় ৷ রাঘবেন্দ্রর এই ঘটনায় সন্দেহ হওয়ায় অক্ষয়ের মোবাইল চেক করেন। এ সময় অক্ষয় ও রশ্মির মধ্যে চ্যাটে খুনের পরিকল্পনা নিয়ে সমস্ত কথা তিনি জানতে পারেন ৷ সম্প্রতি রাঘবেন্দ্র এ কথা জানিয়েছেন রশ্মির স্বামী মঞ্জুনাথকে। তাদের চ্যাটিংয়ের প্রমাণও দিয়েছেন তিনি। এ কথা জানার পর মঞ্জুনাথ বদরহল্লি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন:পণের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা ! পলাতক স্বামী-সহ পরিবার

ABOUT THE AUTHOR

...view details