নয়াদিল্লি, 5 এপ্রিল : রাফাল কাণ্ডে নয়া মোড় ৷ যুদ্ধবিমানের কেনাবেচায় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব ফরাসি প্রকাশনা সংস্থা ‘‘মিডিয়াপার্ট’’ ৷ সূত্রের খবর, 36টি রাফাল যুদ্ধবিমান কেনা-বেচা নিয়ে ভারত-ফ্রান্স চুক্তি স্বাক্ষর হওয়ার পরই ভারতের এক মধ্যসত্ত্বভোগীকে 10 লাখ ইউরো দিয়েছিল রাফাল প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসোঁ ৷
ওই ফরাসি নিউজ পোর্টালের দাবি, সংশ্লিষ্ট মধ্যসত্ত্বভোগীর বিরুদ্ধে ভারতের অন্য একটি প্রতিরক্ষা সংক্রান্ত লেনদেনেও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৷ যদিও দাসোঁর দাবি, রাফাল যুদ্ধবিমানের 50টি রেপ্লিকা বা প্রতিরূপ তৈরির জন্যই ওই টাকা দেওয়া হয়েছিল ৷ তবে তাদের এই দাবির স্বপক্ষে দাসোঁ কর্তৃপক্ষ কোনও প্রমাণ পেশ করতে পারেনি বলেই দাবি ফরাসি নিউজ পোর্টালটির ৷
‘‘মিডিয়াপার্ট’’-এ প্রকাশিত খবর অনুযায়ী, টাকা লেনদেনে দুর্নীতির বিষয়টি প্রথম নজরে আসে ফ্রান্সের দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থা (আফা)-র ৷ দাসোঁর অডিট চলাকালীন ধরা পড়ে গরমিল ৷ কিন্তু এ নিয়ে মামলার পথে যেতে নারাজ আফা কর্তৃপক্ষ ৷
আফা-র পেশ করা তথ্য বলছে, তাদের ইন্সপেক্টর যখন দাসোঁর লেনদেন খতিয়ে দেখছিলেন, তখনই খরচের কিছু হিসাব তাঁর সন্দেহজনক ঠেকে ৷ 2017 সালের অ্য়াকাউন্টের খুঁটিনাটি পরীক্ষার সময় দেখা যায়, ‘ক্লায়েন্টদের উপহার’ বাবদ 5 লাখ 89 হাজার 25 ইউরো খরচ করা হয়েছে ৷