দার্জিলিং, 23 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাহায্য চেয়ে চিঠি লিখলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ৷ পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন তিনি চিঠিতে ৷
বিস্তা চিঠিতে জানিয়েছেন, কমপক্ষে 10 জন প্রবল বৃষ্টির জেরে হওয়া ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে ৷ তিনি লেখেন, "গত 3 দিন ধরে অসময়ে এবং একনাগাড়ে বৃষ্টি হয়েছে ৷ এর ফলে দু'টি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে ৷ পাশাপাশি প্রতিবেশী সিকিম রাজ্যেরও ক্ষতি হয়েছে ৷ এই অঞ্চলে একাধিক ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ শ'য়ে শ'য়ে বাড়ি ভেঙেচুরে গিয়েছে, চাষের জমি প্লাবিত হয়েছে ৷ গবাদি পশু, পাখি সব ভেসে গিয়েছে, বেঁচে থাকার সব উৎসগুলি ধ্বংস হয়ে গিয়েছে ৷"