পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Raju Bista : বিধ্বস্ত দার্জিলিং-কালিম্পং, আর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজু বিস্তার - দার্জিলিংয়ে ভূমি ধস

সম্প্রতি টানা বৃষ্টির জেরে উত্তরের দুই জেলা দার্জিলিং আর কালিম্পংয়ের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ ধস নেমেছে বহু জায়গায় ৷ মানুষের উপার্জনের উৎস বন্ধ হয়ে গিয়েছে ৷ তাই সাংসদ রাজু বিস্তা বিপর্যস্ত দুই জেলার জন্য আর্থিক সাহায্য চেয়ে চিঠি লিখলেন নরেন্দ্র মোদিকে ৷

বিজেপি সাংসদ রাজু বিস্তা
বিজেপি সাংসদ রাজু বিস্তা

By

Published : Oct 23, 2021, 11:21 AM IST

দার্জিলিং, 23 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাহায্য চেয়ে চিঠি লিখলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ৷ পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন তিনি চিঠিতে ৷

বিস্তা চিঠিতে জানিয়েছেন, কমপক্ষে 10 জন প্রবল বৃষ্টির জেরে হওয়া ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে ৷ তিনি লেখেন, "গত 3 দিন ধরে অসময়ে এবং একনাগাড়ে বৃষ্টি হয়েছে ৷ এর ফলে দু'টি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে ৷ পাশাপাশি প্রতিবেশী সিকিম রাজ্যেরও ক্ষতি হয়েছে ৷ এই অঞ্চলে একাধিক ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ শ'য়ে শ'য়ে বাড়ি ভেঙেচুরে গিয়েছে, চাষের জমি প্লাবিত হয়েছে ৷ গবাদি পশু, পাখি সব ভেসে গিয়েছে, বেঁচে থাকার সব উৎসগুলি ধ্বংস হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন : Darjeeling Landslide : দার্জিলিংয়ে মহকুমাশাসকের বাংলোর কাছে ধস, এখনও নিখোঁজ হোমগার্ড

যদিও পশ্চিমবঙ্গ সরকার 'আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া' (economically marginalised) এই অঞ্চলের দিকে কোনও আর্থিক সাহায্যের হাত বাড়ায়নি ৷ এই সংকটজনক অবস্থার মোকাবিলা করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা অত্যন্ত কঠিন, দাবি করেছেন বিজেপি সাংসদ ৷

রাজু বিস্তা 'প্রধান মন্ত্রী আবাস যোজনা' (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ৷ পাশাপাশি এই প্রাকৃতিক বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন অথবা যাঁরা জখম হয়েছেন এবং উপার্জনের দিক দিয়েও যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের সবাইকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণার আবেদন করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details