পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 10, 2023, 7:50 PM IST

ETV Bharat / bharat

Dare Game Effect: ডেয়ার গেম জিততে অত্যধিক আয়রন ট্যাবলেট খেয়ে মৃত্যু ছাত্রীর

স্কুলের মধ্যে আয়রন ট্যাবলেট খাওয়ার ট্রুথ ও ডেয়ার গেমে মেতেছিল 6 পড়ুয়া ৷ এর মধ্যে প্রচুর আয়রন ট্যাবলেট খেয়ে মৃত্যু হল এক ছাত্রীর (More Iron Tablets Eating Effect)৷

ETV Bharat
প্রতীকী ছবি

নীলগিরি (তামিলনাড়ু), 10 মার্চ: ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম প্রাণ কাড়ল পড়ুয়ার (Bad Effect of Dare Game)৷ এই খেলায় জিততে অতিরিক্ত আয়রন ট্যাবলেট খাওয়ায় বৃহস্পতিবার মৃত্যু হল উটি পৌর উর্দু স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়ার (Student Died by Eating More Iron Tablets)৷ প্রধান শিক্ষকের ঘরে রাখা প্রচুর আয়রন ট্যাবলেট কে কটা খেতে পারে ৷ যে বেশি খেতে পারবে সে জিতবে ৷ এই ছিল খেলার নিয়ম ৷ দুঃসাহসিক এই খেলা খেলেছিল স্কুলের 4 মেয়ে ও 2 ছেলে পড়ুয়া ৷ খেলতে খেলতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে তারা ৷ বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এর মধ্যে দু'জন ছেলে সুস্থ হয়ে যায় ৷ কিন্তু 13 বছরেরে চারটি মেয়ের শারীরিক পরিস্থিতি গুরুতর হয়ে যাওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় কোয়েম্বাটোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ এরপরেও চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাকে চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু চেন্নাই যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় অষ্টম শ্রেণির ওই ছাত্রীর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে উটি পুলিশ ও শিক্ষা দফতর ৷ এই সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক জয়কুমার ওই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আমিন ও সহ শিক্ষক কালাইভানিকে বরখাস্ত করেন ৷

প্রসঙ্গত, সম্প্রতি গত বছর ডিসেম্বরে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একটি সরকারি স্কুলে সহপাঠীদের মারধরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ ওঠে ৷ সেই মাসেই বিহারের বেগুসরাই জেলার একটি মাধ্যমিক স্কুল থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় ৷ প্রতিদিনের মতো সোমবার স্কুলে গেলেও সে বাড়ি ফেরেনি ৷ এরপর পরিবার-সহ গ্রামবাসীরা তাকে খুঁজলেও কোনও লাভ হয়নি ৷ পরের দিন জানা যায় যে, মেয়েটি তার স্কুলে তালাবন্ধ একটি ঘরে মরে পড়েছিল ৷

আরও পড়ুন :বিটেক ছাত্রীর ঝুলন্ত দেহ, পুরনো প্রেমিককে দুষছে পরিবার

ABOUT THE AUTHOR

...view details