যোধপুর (রাজস্থান), 8 এপ্রিল: দলিত মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল রাজস্থানের যোধপুরে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে৷ পুড়ে যাওয়ার পরও ওই মহিলা জীবিত ছিলেন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় যোধপুরে বারমেঢ় জেলায় উত্তেজনা ছড়িয়েছে ৷ মহিলার পরিজনদের অভিযোগ, তদন্তে গাফিলতি করেছে পুলিশ ৷ নির্যাতিতার পরিবারের অভিযোগ ঠিক মতো শোনা হয়নি ৷
নির্যাতিতার পরিবারের দাবি, ওই মহিলা বিবাহিত ৷ তাঁর চার সন্তানও রয়েছে ৷ তিনি বারমেঢ় জেলার পাচপাদ্রা থানা এলাকার আকদেলি গ্রামে থাকেন ৷ বৃহস্পতিবার ওই মহিলাকে বাড়িতে একা পেয়ে জোর করে তাঁর ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত শাকুর খান ৷ সেখানেই তাঁকে ধর্ষণ করে ৷ নির্যাতিতার চিৎকার শুনে তাঁর ছোট বোন আসেন ৷ তিনি অভিযুক্তের সঙ্গে পেরে না ওঠায় পরিবারের অন্য সদস্যদের ডাকতে বাইরে যান ৷ সেই সময় নির্যাতিতার শরীরে আগুন ধরিয়ে দিয়ে শাকুর ঘটনাস্থল ছেড়ে পালায় ৷
এই নিয়ে গ্রামে হইচই পড়ে যায় ৷ খবর যায় পুলিশে ৷ ততক্ষণে পরিবারের সদস্যরা নির্যাতিতাকে বালোত্রা সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছেন ৷ সেখান থেকে তাঁকে যোধপুরের কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেফার করা হয় ৷ কিন্তু ততক্ষণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ দলিত মহিলার উপর অত্যাচারের খবর শুনে হাসপাতালের সামনে প্রচুর মানুষ জমায়েত হয় ৷ তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন ৷
পরে পুলিশ গিয়ে নির্যাতিতাকে যোধপুরের এমজিএইচ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই রাতে নির্যাতিতার মৃত্যু হয় ৷ ফলে ক্ষোভের পরিমাণ বাড়তে থাকে ৷ বিজেপি কংগ্রেসের দিকে আঙুল তুলেছে ৷ তাদের অভিযোগ, রাজস্থানে কংগ্রেসের সরকারের জন্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে ৷ তাই এই অবস্থা৷ পালটা কংগ্রেসের তরফে এই নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলা হয়েছে ৷ হাসপাতালের দুই পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয় বলেও অভিযোগ ৷
এদিকে নির্যাতিতার পরিবারের তরফে পুলিশের দিকে তদন্তে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে ৷ তাঁদের মূল অভিযোগ বারমেঢ়ের ডেপুটি পুলিশ সুপার মদনলালের বিরুদ্ধে ৷ তাঁদের অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চাইছিল না ৷ নির্যাতিতার পরিবারের জমির দলিল কেড়ে নেয় পুলিশ ৷ পরে অভিযোগ নেওয়া হলেও মদনলালের তরফে বারবার অভিযোগ তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে ৷
এই নিয়ে হাসপাতালে পৌঁছে যান কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরি ৷ তিনি এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন ৷ অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ৷ এদিকে নির্যাতিতার পরিবারের তরফে এক কোটি টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরি ও পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে ৷ মন্ত্রী কৈলাস চৌধুরিও এই নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন ৷
আরও পড়ুন:কিশোরী ক্রিকেটারদের যৌন হেনস্তায় অভিযুক্ত প্রশিক্ষক গ্রেফতার