পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্লীলতাহানির অভিযোগ তুলে উত্তরপ্রদেশে নাবালককে মারধর, করানো হল মূত্রপান

Dalit Teenager Beaten: এক দলিত নাবালকের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশে ৷ মারধর করা হয় তার বাবাকেও ৷

Etv Bharat
দলিত নাবালককে নিগ্রহ

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 11:01 PM IST

জৌনপুর, 25 নভেম্বর: এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ৷ আর এই অভিযোগে দলিত সম্প্রদায়ের নাবালকে পেটানো ও প্রস্রাব খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সুজনগঞ্জ থানার অন্তর্গত এক গ্রামে ৷ আরও অভিযোগ, ওই যুবকেরা ওই নাবালকের মুখে মাটি ঢুকিয়ে দেয় ও তার ভ্রু উপরে নেয় ৷ আরও অভিযোগ, পরে ওই নাবালকের বাবাকে ঘটনাস্থলে ডেকে পাঠিয়ে তাঁকেও হেনস্থা করা হয় ৷

এই ঘটনার প্রেক্ষিতে ওই নাবালকের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি শারীরিক হেনস্থা ও অমানবিক আচরণের অভিযোগ করেছেন ৷ পালটা ওই অভিযুক্ত যুবকরাও অভিযোগ দায়ের করেছে ৷ তারা ওই নাবালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে ৷ এই দুই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুই পক্ষেরই একজন করে ব্যক্তিকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷

ওই নাবালকের বাবার অভিযোগ অনুযায়ী, শেখপুর খুটানি গ্রামের পেট্রোল পাম্পের কাছে তাঁর ছেলের পথ আটকায় 3-4 জন যুবক ৷ বাইক থেকে নামিয়ে তাকে হেনস্থা করা হয় ও পেটানো হয় ৷ এরপর কাছের একটি পুকুরে নিয়ে গিয়ে ওই নাবালককে জলে চোবানো হয় ও তার মুখে মাটি ঢুকিয়ে দেওয়া হয় ৷ তার ভ্রু উপড়ে নেওয়ার পাশাপাশি, প্রস্রাবও খাওয়ানো হয় তাকে ৷ নাবালকের বাবা জানিয়েছেন, ঘটনাস্থলে ডেকে পাঠিয়ে তাঁকেও মারধর করে ওই অভিযুক্ত যুবকরা ৷

উলটো দিকে, ওই অভিযুক্ত যুবকদের পালটা দাবি, ওই নাবালক তাদের আত্মীয় এক নাবালিকার শ্লীলতাহানি করে ও গালিগালাচ করে ৷ পুলিশ তদন্তে নেমে দুপক্ষের 2 জনকে আটকের পাশাপাশি মেডিক্যাল পরীক্ষার জন্য ওই নাবালককে হাসপাতালে পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বদলাপুরের সার্কল অফিসার অশোক কুমার ৷

আরও পড়ুন:

  1. সুইসাইড নোট লিখে আত্মঘাতী আইটিআই পড়ুয়া
  2. সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
  3. জন্মদিন-বিবাহ বার্ষিকীতে মেলেনি উপহার, রাগে স্বামীর নাকে ঘুষি মেরে হত্যা স্ত্রীর !

ABOUT THE AUTHOR

...view details