চেন্নাই, 27 মার্চ :পশ্চিমবঙ্গের দলিত ছাত্রী ভিনরাজ্যে যৌন হেনস্থার শিকার ৷ আইআইটি মাদ্রাজে রসায়ন বিভাগে তিনি পিএইচডি করছেন ৷ দু'বছর ধরে তাঁকে হেনস্থা করছে তাঁরই চার সহপাঠী ৷ কিন্তু ছাত্রীর অভিযোগ শুনেও নীরব থেকেছে আইআইটি কর্তৃপক্ষ ৷ তাই এবার এই ঘটনাটির তদন্ত সিবিআই-সিআইডির হাতে তুলে দেওয়ার কথা জানাল সর্বভারতীয় মহিলা সংগঠন (Dalit PhD Student from West Bengal facing sexually assaulted in IIT Madras for two years) ৷
শনিবার 'অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ওমেন'স অ্যাসোসিয়েশন'-এর (All India Democratic Women's Association, AIDWA) সাধারণ সম্পাদক পি সুগন্ধী একটি সাংবাদিক বৈঠক করে তামিনাড়ুর স্তালিন সরকারের কাছে এই আর্জি জানান ৷ তিনি বলেন, "হেনস্থাকারীরা যৌন নির্যাতনের ঘটনাটি ভিডিয়ো করে মেয়েটিকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে ৷ গত দু'বছর ধরে বিভিন্ন সময়ে তাঁকে যৌন হেনস্থা করে চলেছে তারা ৷ পশ্চিমবঙ্গের দলিত ছাত্রীটি এ নিয়ে অধ্যাপক এদামানা প্রসাদের কাছে অভিযোগ জানালে তিনি কোনও পদক্ষেপ করেননি ৷"