সোনভদ্র, 18 অগস্ট: উত্তরপ্রদেশে ফের গণধর্ষণের শিকার দলিতকন্যা ! সোনভদ্র জেলার ওবরা থানার অন্তর্গত একটি গ্রামের এক দলিত কিশোরীকে দুই যুবক যৌন নিগ্রহ করেছে বলে অভিযোগ উঠেছে । পুলিশের কাছে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার আত্মীয়-স্বজনেরা । অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে ৷
অভিযোগ পাওয়ার পর ওবরা থানার পুলিশ বৃহস্পতিবার জেলা হাসপাতালে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করায় ৷ এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ । তাঁদের দুজনের বিরুদ্ধে ধর্ষণ-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, ওবরা থানা এলাকার ওই গ্রামের দলিত কিশোরীটি তার ছোট বোনের সঙ্গে মলত্যাগ করতে গিয়েছিল । সেই সময়ই তাদের উপর হামলা চালায় দুই অভিযুক্ত ৷ তারা দলিত কিশোরীর উপর শারীরিক অত্যাচার চালাতে থাকে ৷ সেই সময় অভিযুক্তদের হাত থেকে পালিয়ে কোনওমতে বাড়িতে ফেরে ছোট বোন ৷ সে-ই বাড়ির সবাইকে গোটা ঘটনাটি জানায় বলে পরিবারের লোকেরা জানিয়েছেন ।