জয়পুর, 21 জুন:20 বছরের এক দলিত তরুণীকে গণধর্ষণ ও খুন করার অভিযোগ উঠল রাজস্থানের বিকানেরে ৷ বুধবার আধিকারিকরা জানিয়েছেন যে, কোচিং ক্লাসে যাওয়ার পথে ওই তরুণীকে গণধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ৷ দুই পুলিশকর্মী-সহ তিন ব্যক্তি এই ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে । অভিযুক্ত দুই পুলিশকর্মীকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে ।
আইজি ওম প্রকাশ জানান, মঙ্গলবার বিকেলে খাজুওয়ালা এলাকায় 20 বছর বয়সি ওই তরুণীর দেহ পাওয়া গিয়েছে । এই ঘটনায় তরুণীর বাবা খাজুওয়ালা থানায় কনস্টেবল মনোজ ও ভগীরথ-সহ আরেক যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেছেন । পরিবারের সদস্যরা অন্য যুবকদের নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন, যাঁদের সন্ধান চালাচ্ছে পুলিশ ৷ পুলিশ সুপার তেজস্বিনী গৌতম এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান । ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিমও ৷
এ দিকে, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বুধবার খাজুওয়ালা ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা করেছেন এবং এই ঘটনার জন্য কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন । টুইটারে তিনি বলেন, "বিকানেরের খাজুওয়ালায় এক দলিত মহিলাকে ধর্ষণ ও হত্যার ঘটনার নিন্দা করছি ৷ যে পুলিশের কাঁধে মহিলাদের নিরাপত্তার দায়িত্ব, সেই পুলিশই যদি এই ধরনের অপকর্মে অংশগ্রহণ করে, তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না ।"