গয়া (বিহার), 31 ডিসেম্বর: বোধগয়ার কালচক্র ময়দানে দলাই লামার (Buddhist Guru Dalai Lama) তৃতীয় ও শেষ দিনের প্রশিক্ষণ দেওয়ার অনুষ্ঠান হয়েছে । প্রশিক্ষণ (Dalai Lama Teaching Program in Gaya) দেওয়ার শেষদিনে তিনি বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার অভিযোগ তুলেছেন চিনের সরকারের বিরুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘চিন সরকার বৌদ্ধ ধর্মকে ক্ষতিগ্রস্ত করেছে । বৌদ্ধধর্মকে বিষ হিসেবে বিবেচনা করে ধ্বংস করা হয়েছিল ৷ কিন্তু তারপরও চিন থেকে বৌদ্ধ ধর্ম ধ্বংস করা যায়নি । আজও চিনে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বহু মানুষ আছেন ।’’
তিনি আরও বলেন, "যাঁরা আমার প্রতি বিশ্বাসের পাশাপাশি বৌদ্ধ ধর্মে বিশ্বাস দেখাচ্ছেন, তাঁরা আমি যে বোধিচিত্ত (বৌদ্ধ লাভের জন্য করা সংকল্প দিচ্ছি, তা গ্রহণ করুন । তিব্বতি হোক বা মঙ্গোলীয় বা চিন, চিনে অনেক বৌদ্ধ বিহার রয়েছে । আজও সেখানে অনেক বৌদ্ধ বিহার রয়েছে । তাঁদের মনে বৌদ্ধ ধর্ম ও বুদ্ধ রয়েছেন ।’’ সেই প্রসঙ্গেই তিনি চিন সরকারের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার চেষ্টা করার অভিযোগ তুলেছেন (Dalai Lama statement on China Government) ৷
দলাই লামা নিজের বা অন্যের জন্য বোধচিত্ত অনুশীলন করতেও বলেছেন । তিনি বলেন, ‘‘আমরা যদি তিব্বতী ঐতিহ্যের দিকেও তাকাই, শাক্যরা নিগামায় বোধচিত্তের অনুশীলন করেন ৷ বোধচিত্ত মন ও শরীরকে সতেজ রাখে এবং দীর্ঘায়ু দেয় । এটিও ভালো ঘুম দেয় । সবার কল্যাণের দিকে তাকালে এর চেয়ে ভালো কিছু হতে পারে না । বোধচিত্ত সাধনার মাধ্যমে ভেতরের অমঙ্গল ও দুঃখ দূর করা যায় । শুধুমাত্র 21 নক্ষত্রের থেকে এর অনুমতি পাওয়া যাবে ।