পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dalai Lama Security: চিনা গুপ্তচরের বিষয়টি সামনে আসায় নিরাপত্তা বাড়ল দলাই লামার - বিহার পুলিশ

বৌদ্ধগয়ায় (Bodh Gaya) রয়েছেন তীব্বতী ধর্মগুরু দলাই লামা (Dalai Lama) ৷ তাঁর উপর নজর রাখছেন এক চিনা গুপ্তচর (Chinese Spy) ৷ ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে বিহার পুলিশ ৷ একই সঙ্গে দলাই লামার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷

Dalai Lama
দলাই লামা

By

Published : Dec 29, 2022, 7:49 PM IST

গয়ার এসএসপি হরপ্রীত কৌরের বক্তব্য

গয়া (বিহার), 29 ডিসেম্বর: বিহারের (Bihar) বৌদ্ধগয়ায় তিব্বতী ধর্মগুরু দলাই লামার (Dalai Lama) উপর চিনা গুপ্তচরের (Chinese Spy) খবর সামনে আসার পরই তৎপর বিহার সরকার ও পুলিশ প্রশাসন । নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে দলাই লামার ৷ পাশাপাশি শ্যাং জিয়ালন নামে সন্দেহভাজন ওই মহিলার পাসপোর্ট নম্বর (EH2722976) এবং ভিসা নম্বর (901BAA2J) প্রকাশ করেছে পুলিশ । ওই চিনা মহিলার খোঁজে তল্লাশিও শুরু হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, দলাই লামা গত 22 ডিসেম্বর বিহারের বৌদ্ধগয়ায় (Bodh Gaya) পৌঁছান ৷ এরপর থেকে তিনি সেখানে রয়েছেন ৷ বৃহস্পতিবার থেকে গয়ায় শুরু হয়েছে দলাই লামার তিন দিনের শিক্ষা কার্যক্রম । এ নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । এমন পরিস্থিতিতে সেখানে এক সন্দেহভাজন চিনা মহিলার খবর পাওয়ার পর দলাই লামাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

চিনা গুপ্তচর

এদিকে, বিহার পুলিশ (Bihar Police) দলাই লামার ক্ষতির আশঙ্কা নিয়ে সতর্কতা জারি করেছে । চারটি স্তরের নিরাপত্তা পরিধি তৈরি করা হয়েছে দলাই লামাকে ঘিরে ৷ সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে যাতে কেউ দলাই লামার কাছে পৌঁছাতে না পারে, সেই দিকটিও নিশ্চিত করা হয়েছে । তাঁর নিরাপত্তা রাজ্য পুলিশের পাশাপাশি এটিএস (Bihar ATS) এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিও সজাগ রয়েছে ৷

এই নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, "এটি একটি নিরাপত্তা সমস্যা বলে মনে হচ্ছে, আমার কাছে এটির কোনও আপডেট নেই ।’’ তবে নিরাপত্তা বৃদ্ধি নিয়ে এর বেশি কিছু তিনি বলতে চাননি ৷

এ প্রসঙ্গে বিহারের কৃষিমন্ত্রী কুমার সর্বজিৎ বলেছেন, ‘‘বিহার সরকার পুরো বিষয়টির ওপর নজর রাখছে । এখন যেহেতু চিনা মহিলার স্কেচ প্রকাশিত হয়েছে, আমাদের পুলিশ কর্মকর্তারা এটি নিয়ে সক্রিয় । দেশ-বিদেশের মানুষকে বৌদ্ধ গুরু দলাই লামার থেকে জ্ঞান লাভের জন্য আহ্বান জানানো হয়েছে । কোথাও থেকে নিরাপত্তায় কোনও ত্রুটি থাকবে না। ভয় পাওয়ার কিছু নেই ।’’

গয়ার এসএসপি হরপ্রীত কৌর জানিয়েছেন, পুরো বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে ৷ এখনও আরও তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে৷ সেগুলি সংগ্রহ করা হচ্ছে৷ তার পরই সব তথ্য বলা সম্ভব হবে ৷ নিরপত্তা বৃদ্ধি করা হয়েছে দলাই লামার ৷ পরিচয়পত্র ছাড়া কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না ৷ সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ৷

আরও পড়ুন:দলাই লামার উপর নজরদারি চিনে মহিলার ! সন্দেহভাজনকে খুঁজতে তল্লাশি গয়ায়

ABOUT THE AUTHOR

...view details