নয়াদিল্লি, 9 এপ্রিল: বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু 14তম দলাই লামা ৷ এক বালকের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ! এই ঘটনার নেপথ্য়ে রয়েছে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ৷ যেখানে ধর্মগুরুকে একটি বালকের সঙ্গে কথা বলতে, তাকে আদর করতে দেখা যাচ্ছে ৷ অভিযোগ, ওই ভিডিয়োতেই বালকের সঙ্গে অশালীন আচরণ করেন দলাই লামা ৷ তিনি বাচ্চাটির গালের চুম্বন না করে তার ঠোঁটে চুম্বন করেন ৷ এমনকী, বালকটিকে তিনি না কি 'তাঁর জিভ চুষতে' বলেন ! এমন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা ৷ বৌদ্ধ ধর্মগুরুর এমন আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা ৷
ভারতীয় সমাজে প্রকাশ্য়ে কাউকে চুম্বন করা আজও ভালো চোখে দেখা হয় না ৷ বিশেষ করে প্রকাশ্যে কেউ কারও ঠোঁটে ঠোঁট রাখবেন, একথা অনেকেই কল্পনা করতে পারেন না ! এমনকী, বহু মানুষের কাছে এ এক বিরাট অন্য়ায় ! এখানে বাচ্চাদেরও সাধারণত গালে বা কপালে চুম্বন করা হয় ৷ পশ্চিমের দেশগুলির ধরন-ধারণ অবশ্য আলাদা ৷ সেখানে অধিকাংশ মানুষই প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেন ৷ প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যদের মধ্যেও প্রকাশ্যে চুম্বন করা নিয়ে কোনও দ্বিধা থাকে না ৷ কিন্তু, ভারতীয় সমাজে এখনও এই বিষয়গুলি নিয়ে আড়াল-আবডাল করা হয় ৷
এই প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মগুরু, যাঁকে শুধুমাত্র বৌদ্ধরাই নন, বরং বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষই শ্রদ্ধা করেন, তিনি এক বালকের ঠোঁটে চুম্বন করায় অনেকেই আহত হয়েছেন ৷ সংশ্লিষ্ট মহলের একাংশ আবার বলছেন, বিষয়টি যদি শুধুমাত্র স্নেহশীল আলতো চুম্বন পর্যন্ত থাকত, তাহলেও হয়তো অনেকেই মেনে নিতেন ৷ কিন্তু, দলাই লামা না কি বালকটিকে 'তাঁর জিভ চুষতে' বলেন !