পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrayaan 3: চন্দ্রযান 3-এর সাফল্যে মোদিকে অভিনন্দন দলাই লামার - মোদিকে অভিনন্দন দলাই লামার

Dalai Lama Congratulates PM Modi: চন্দ্রযান 3-এর সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৷

Dalai Lama Congratulates PM Modi
মোদিকে অভিনন্দন দলাই লামার

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 3:10 PM IST

ধর্মশালা, 24 অগস্ট:চন্দ্র অভিযান সফল হওয়ায় সারা বিশ্বে সমাদৃত হচ্ছে ভারত । দেশজুড়ে যেন উৎসবের মেজাজ ৷ বিশ্বের বিভিন্ন দেশ ভারতকে এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছে । চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার পর বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি ।

দালাই লামা তাঁর অভিনন্দন বার্তায় লিখেছেন, "চন্দ্রযান-3 এর সফল অবতরণ ভারতের জনগণের জন্য সম্মানের বিষয় । যাঁরা সর্বদা বিজ্ঞানকে প্রচার করেছেন ৷ আমি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান এবং তাঁর দলের উত্সর্গের প্রশংসা করতে চাই, যার কারণে এই অভিযানটি সম্ভব হয়েছে ৷ ভারতীয় বিজ্ঞানীরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তির পরিপক্কতা প্রদর্শন করেছেন ৷"

তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা তাঁর অভিনন্দন বার্তায় ভারতের জন্য তাঁর আনন্দিত হওয়ার কথা জানিয়ে লিখেছেন যে, "ভারতের দীর্ঘতম অতিথি হিসাবে, আমি এই মহান বিজয়ে খুব খুশি । আমি আত্মবিশ্বাসী যে ইসরো ভবিষ্যতের বৈজ্ঞানিক প্রচেষ্টায় তার নেতৃত্বের ভূমিকা জোরদার করতে থাকবে ।" তাঁর প্রার্থনা এবং শুভেচ্ছা দিয়ে তার বার্তা শেষ করেন দলাই লামা ।

আরও পড়ুন:চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে, দাবি ইসরোর প্রধানের

উল্লেখ্য, বুধবার, 23 আগস্ট সন্ধ্যা 6 টা নাগাদ ভারতের চন্দ্রযান-3 অভিযান সফল হয় । চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান অবতরণ করায় ইতিহাস সৃষ্টি করে ভারত । আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পৌঁছল ৷ তবে ভারতই বর্তমানে একমাত্র দেশ যারা চাঁদের দক্ষিণ এবং সবচেয়ে কঠিন অংশের মাটি ছুঁয়েছে ৷ সেই কারণেই ভারতের মিশন চন্দ্রযান-3-এর সাফল্যকে কুর্নিশ করছে গোটা বিশ্ব ৷

ABOUT THE AUTHOR

...view details