পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dairy Company Gifts Cars: সেরা 12 জন কর্মীকে দামি গাড়ি উপহার নাসিকের সংস্থার ! - নাসিক

গুরু পূর্ণিমায় মহার্ঘ্য উপহার ! সেরা 12 জন কর্মীকে তাঁদের অবদানের জন্য নামী সংস্থার এসইউভি উপহার (Dairy Company Gifts Cars) দিল মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের (Nashik) একটি সংস্থা ৷ দুগ্ধজাত বিভিন্ন পণ্য উৎপাদনকারী ওই সংস্থার মালিক জানিয়েছেন, এই কর্মীরাই তাঁর আসল গুরু !

Dairy Company of Nashik Gifts Cars to its best 12 employees
Dairy Company Gifts Cars: সেরা 12 জন কর্মীকে দামি গাড়ি উপহার নাসিকের সংস্থার !

By

Published : Jul 16, 2022, 2:18 PM IST

নাসিক, 16 জুলাই:গুরু পূর্ণিমা পালনে অভিনব আয়োজন ৷ সংস্থার সেরা কর্মীদের গাড়ি উপহার দিল মালিক পক্ষ ৷ মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের (Nashik) একটি ডেয়ারি সংস্থা এভাবেই গুরু পূর্ণিমা উদযাপন করল ৷ সংস্থার মালিক দীপক অওহাদ বলেন, এই কর্মীরাই সংস্থার প্রকৃত গুরু ৷ সংস্থার উন্নতির জন্য অসাধারণ কাজ করেছেন এঁরা ৷ এঁদের সেই অবদানের স্বীকৃতি দিতেই গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

নাসিকের ওই সংস্থায় দুগ্ধজাত বিভিন্ন পণ্য উৎপাদন করা হয় ৷ গুরু পূর্ণিমায় তাদের পক্ষ থেকে সংস্থার 12 জন কর্মীকে একটি নামী সংস্থার এসইউভি উপহার (Dairy Company Gifts Cars) দেওয়া হয় ৷ সংস্থার বক্তব্য, এত দিন ধরে এই 12 জন কর্মী দিন, রাত এক করে কাজ করেছেন ৷ তাঁদের অধ্যবসায়ের জন্যই সংস্থার ব্যবসা বেড়েছে ৷ বেড়েছে উপার্জনও ৷ তাতে সংস্থার সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তিই লাভবান হয়েছেন ৷ সেই কারণেই তাঁদের এই বহুমূল্য উপহার দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:Kangana Ranaut Buys Luxury Car: 'ধাকড়' মুক্তির আগেই নিজেকে 3 কোটির গাড়ি উপহার কঙ্গনার

গুরু পূর্ণিমার আবহে এই বিশেষ উপহার প্রদান উপলক্ষে সংস্থার অন্দরে রীতিমতো উৎসবের মেজাজ ছিল ৷ সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায় ৷ একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, একের পর এক, নানা রঙের ঝাঁ চকচকে নতুন গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছেন উপহার পাওয়া কর্মীরা ৷ সঙ্গে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও ৷ সংস্থার অন্য় আধিকারিকরা ফ্ল্যাগ নাড়িয়ে উপহার পাওয়া সহকর্মীদের অভিনন্দন জানাচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details