নয়াদিল্লি, 7 জানুয়ারি: ভারতে করোনা সংক্রমণের শঙ্কার উত্থান ৷ যাবতীয় পরিসংখ্যানকে পিছনে ফেলে কার্যত রকেট গতিতে ভারতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত 28 ডিসেম্বর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল 9 হাজার 195 ৷ আর শুক্রবার, 7 জানুয়ারি, দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 1 লক্ষ 17 হাজার 100 তে ৷ অর্থাৎ দশ দিনে ভারতে দৈনিক কোভিড সংক্রমণ (Daily Covid Cases in India) বেড়েছে প্রায় হাজার গুণ !
করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 10 হাজার থেকে 1 লক্ষ হতে সময় লেগেছিল 100 দিন ৷ গত বছর দ্বিতীয় ঢেউয়ে সেই সময়সীমা কমে হয় প্রায় 50 দিন ৷ কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে (Third Wave of Corona) সেই সময়ের ব্যবধান কমে হয়েছে মাত্র 10 দিন ! যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে আশঙ্কা করা হচ্ছে কোভিড সংক্রমণের এই গতি দেশ আরও বেশ কিছুদিন প্রত্যক্ষ করবে ৷