নয়া দিল্লি, 15 জুন : স্বস্তি দিচ্ছে দেশের করোনা পরিস্থিতি । টানা তিনদিন ধরে 10 হাজার করে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা । আজও তাই । 75 দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেশে ৷ কমেছে মৃতের সংখ্যাও ।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 60 হাজার 471 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 17 হাজার 525 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 726 জনের ৷ সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 95 লাখ 70 হাজার 881 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 82 লাখ 80 হাজার 472 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 77 হাজার 31 জনের ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 13 হাজার 378 জন ৷ এখনও পর্যন্ত মোট 25 কোটি 90 লাখ 44 হাজার 72 জনকে টিকা দেওয়া হয়েছে ৷