নয়াদিল্লি, 17 জুন : সাময়িক স্বস্তি দিলেও ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে সুস্থতার সংখ্যাও ৷ সামান্য কমেছে দৈনিক মৃত্যু ৷
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 67 হাজার 208 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 3 হাজার 570 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 330 জনের ৷
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 97 লাখ 313 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 84 লাখ 91 হাজার 670 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 81 হাজার 903 জনের ৷