নয়াদিল্লি, 26 মে : গতকালের থেকে দেশে ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৷ গত 13 এপ্রিলের পর মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল 2 লাখের নিচে ৷ বুধবার ফের 2 লাখ ছাড়িয়ে যায় আক্রান্তের সংখ্যা ৷ আজ আরও বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ তবে কমল মৃত্যু ৷ চার হাজারের নিচে নামল মৃতের সংখ্যা ৷
গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 2 লাখ 11 হাজার 298 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 2 লাখ 8 হাজার 921 ৷ অন্যদিকে, মৃত্যু হয়েছে 3 হাজার 847 জনের ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 লাখ 83 হাজার 135 জন ৷