নয়াদিল্লি, 28 মে : গতকালের তুলনায় দেশে অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 13 এপ্রিলের পর মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল 2 লাখের নিচে ৷ আজ ফের 2 লাখের নিচে নামল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 1 লাখ 86 হাজার 364 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ যা 44 দিনে সর্বনিম্ন ৷ অন্যদিকে, কমেছে মৃতের সংখ্যা ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 660 জনের ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 75 লাখ 55 হাজার 457 জন ৷ মোট মৃত্যু 3 লাখ 18 হাজার 895 ৷ তবে আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 লাখ 59 হাজার 459 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 23 লাখ 43 হাজার 152 ৷ মোট টিকাকরণ হয়েছে 20 কোটি 57 লাখ 20 হাজার 660 জনের ৷