পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona In India : দৈনিক সংক্রমণ নামল 1 লাখে, কমল মৃতের সংখ্যাও - করোনা আপডেট দেশ

গতকালের থেকে 13 হাজার 824 জন কম মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷

COVID  India
COVID India

By

Published : Jun 7, 2021, 9:36 AM IST

Updated : Jun 7, 2021, 10:04 AM IST

নয়াদিল্লি, 7 জুন : দেশের করোনা পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে ৷ দেশে দৈনিক করোনা সংক্রমণ নেমে এল 1 লাখে ৷ গত দু'মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা আজ সবচেয়ে কম ৷ ৷ গতকালের চেয়ে 13 হাজার 824 জন কম মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷

গত 24 ঘণ্টায় 1 লাখ 636 জন নতুন করে আক্রান্ত হয়েছেন ৷ গত 61 দিনের মধ্যে যা সবচয়ে কম ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 14 হাজার 460 ৷ গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটাই কমেছে ৷ বর্তমানে দৈনিক পজিটিভিটি রেট 6.34 শতাংশে নেমে এসেছে ৷ অন্যদিকে আড়াই হাজারের নিচে নেমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গতকালই মৃতের সংখ্যা তিন হাজারের নিচে নেমেছিল ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 হাজার 427 জনের ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 2 হাজার 677 ৷ গত 24 ঘণ্টায় 74 হাজার 399 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷

আরও পড়ুন : অন্তর্দেশীয় বিমান পরিবহনে শিথিল হতে পারে কড়াকড়ি

গত 24 ঘণ্টায় দেশে 13 লাখ 90 হাজার 916 জনকে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ এই নিয়ে মোট 23 কোটি 27 লাখ 86 হাজার 482 জনকে টিকা দেওয়া হয়েছে ৷ গতকাল 15 লাখ 87 হাজার 589 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ দেশে বর্তমানে করোনায় মৃত্যুর হার 1.20 শতাংশ ৷ সুস্থতার হার বর্তমানে 93 শতাংশের বেশি ৷ সক্রিয় আক্রান্তের হার নেমে 6 শতাংশের কম ৷ সক্রিয় আক্রান্তের নিরিখে গোটা দেশের মধ্যে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে ৷ মোট আক্রান্তের নিরিখেও দ্বিতীয়স্থানে রয়েছে ৷ অন্যদিকে করোনায় মৃত্যুর ক্ষেত্রে আমেরিকা ও ব্রাজিলের পরে রয়েছে ভারত ৷

গত 24 ঘণ্টায় দেশে কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ৷ দেখে নিন কোথায় কোথায় এবং কত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷

Last Updated : Jun 7, 2021, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details