নয়াদিল্লি, 8 জুন : দেশের করোনা পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে ৷ দেশে দৈনিক করোনা সংক্রমণ নেমে এল 1 লাখের নিচে ৷ টানা 63 দিন পর দৈনিক সংক্রমণ নেম এল লাখের নিচে ৷ গতকালের চেয়ে 14 হাজার 138 জন কম মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷
63 দিন পর দেশে 1 লাখের নিচে সংক্রমণ - করোনা ভাইরাস প্যানডেমিক
গত 24 ঘণ্টায় 86 হাজার 498 জন নতুন করে আক্রান্ত হয়েছেন ৷ গত 63 দিনের মধ্যে যা সবচয়ে কম ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 636 জন ৷ গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটাই কমেছে ৷
করোনা আপডেট
গত 24 ঘণ্টায় 86 হাজার 498 জন নতুন করে আক্রান্ত হয়েছেন ৷ গত 63 দিনের মধ্যে যা সবচয়ে কম ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 636 জন ৷ গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটাই কমেছে ৷ বর্তমানে দৈনিক পজিটিভিটি রেট 4.61 শতাংশে নেমে এসেছে ৷ অন্যদিকে আড়াই হাজারের নিচে নেমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 হাজার 123 জনের ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 2 হাজার 427 ৷
Last Updated : Jun 8, 2021, 12:22 PM IST