পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVID UPDATE : 58 দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 1.2 লাখ মানুষ ৷

Corona Tracker
Corona Tracker

By

Published : Jun 5, 2021, 9:57 AM IST

Updated : Jun 5, 2021, 10:34 AM IST

নয়াদিল্লি, 5 জুন : 6 এপ্রিলের পর দেশে আজ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 20 হাজার 529 জন ৷ এর আগে 6 এপ্রিল 1.15 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷

গত 24 ঘণ্টায় 1 লাখ 20 হাজার 529 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 3380 জনের ৷ একইদিনে 1 লাখ 97 হাজার 894 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷ অর্থাৎ গতকাল থেকে 80 হাজার 745 জন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৷ এই নিয়ে টানা 23 দিন ধরে আক্রান্তের চেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে সুস্থ হলেন ৷ 4 জুন পর্যন্ত দেশে 22 কোটি 78 লাখ 60 হাজার করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 36 লাখ 50 হাজার মানুষ টিকা পেয়েছেন ৷ 20 লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার পজিটিভিটি রেট 6 শতাংশের বেশি ৷

আরও পড়ুন : COVID Vaccine : ডেল্টা ভ্যারিয়্যান্টকে রুখতে কমাতে হবে দু'টি ডোজ়ের মধ্যে সময়সীমা, জানাল ল্যানসেট

দেশে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ সুস্থতার হার 93 শতাংশে পৌঁছেছে ৷ সক্রিয় আক্রান্তের হার 6 শতাংশের কম ৷ সক্রিয় আক্রান্তের সংখ্য়ায় ভারত এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ৷ মোট আক্রান্তের নিরিখেও ভারতের স্থান এই মুহূর্তে দ্বিতীয়স্থানে ৷ আমেরিকা ও ব্রাজিলের পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে ৷ দেখে নিন দেশে কোথায় এবং কত করোনা আক্রান্তের সংখ্যা ৷

Last Updated : Jun 5, 2021, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details