নয়াদিল্লি, 5 জুন : 6 এপ্রিলের পর দেশে আজ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 20 হাজার 529 জন ৷ এর আগে 6 এপ্রিল 1.15 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷
গত 24 ঘণ্টায় 1 লাখ 20 হাজার 529 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 3380 জনের ৷ একইদিনে 1 লাখ 97 হাজার 894 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷ অর্থাৎ গতকাল থেকে 80 হাজার 745 জন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ৷ এই নিয়ে টানা 23 দিন ধরে আক্রান্তের চেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে সুস্থ হলেন ৷ 4 জুন পর্যন্ত দেশে 22 কোটি 78 লাখ 60 হাজার করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 36 লাখ 50 হাজার মানুষ টিকা পেয়েছেন ৷ 20 লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার পজিটিভিটি রেট 6 শতাংশের বেশি ৷