নয়াদিল্লি, 22 জুন : দেশে আরও কমল দৈনিক সংক্রমণ ৷ শেষ 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 42 হাজার 640 জন ৷ শেষ 91 দিনে করোনা আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ৷ গত 24 ঘণ্টায় 1 হাজার 167 জনের মৃত্যু হয়েছে ৷ একদিনে সুস্থ হয়েছেন 81 হাজার 839 জন ৷ গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 53 হাজার 256 জন ৷ মৃত্যু হয়েছিল 1 হাজার 422 জনের ৷
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 99 লাখ 77 হাজার 861 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 89 লাখ 26 হাজার 38 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 89 হাজার 302 জনের ৷