নিউ দিল্লি, 27 জুন : ফের 50 হাজারের গণ্ডি পেরোলো দৈনিক আক্রান্ত ৷ বেশ কয়েকদিন ধরে 50 হাজারের গণ্ডিতেই ছিল আক্রান্তের সংখ্যা ৷ গতকালই 50 হাজারের নিচে নেমেছিল সংক্রমণ ৷ আজ ফের বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 50 হাজার 40 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 48 হাজার 698 জন ৷
এদিকে, বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 258 জনের ৷ শনিবার মৃত্যু হয়েছিল 1 হাজার 183 জনের ৷ স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 2 লাখ 33 হাজার 183 ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 95 হাজার 751 জনের ৷ সক্রিয় আক্রান্তও অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত 5 লাখ 86 হাজার 403 ৷