পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : 50 হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 1 লাখ 83 হাজার 143 ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 94 হাজার 493 ৷ সুস্থ হয়েছে 2 কোটি 91 লাখ 93 হাজার 85 জন ৷

50 হাজারের নিচে দৈনিক সংক্রমণ
50 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

By

Published : Jun 26, 2021, 10:10 AM IST

নয়াদিল্লি, 26 জুন : দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ বেশ কয়েকদিন ধরে 50 হাজারের গণ্ডিতেই ছিল আক্রান্তের সংখ্যা ৷ মাঝে মঙ্গলবার সংক্রমণ 50 হাজারের নিচে নেমেছিল ৷ আজ ফের 50 হাজারের নিচে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 48 হাজার 698 জন ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 183 জনের ৷

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 1 লাখ 83 হাজার 143 ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 94 হাজার 493 ৷ সুস্থ হয়েছে 2 কোটি 91 লাখ 93 হাজার 85 জন ৷ সক্রিয় আক্রান্তও অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত 5 লাখ 95 হাজার 565 ৷

আরও পড়ুন,11 রাজ্যে 48 জন সংক্রমিত ডেল্টা প্লাস ভ্যারিয়্য়ান্টে, জানাল আইসিএমআর

এদিকে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে । দেশে মোট 11 টি রাজ্যে 43 জন এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছে ৷ এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরালা, পঞ্জাব, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর ও কর্নাটক ৷ তার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে ৷ 43 জনের মধ্যে 20 জনই মহারাষ্ট্রে ৷

ABOUT THE AUTHOR

...view details