পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court: গৌরী লঙ্কেশ, দাভোলকর, পানসারে ও কালবুর্গী হত্যায় যোগসূত্র আছে কি না জানতে চায় সুপ্রিম কোর্ট

Dabholkar, Kalburgi, Pansare & Lankesh murders: 2013 সালে যুক্তিবাদী ও সামাজিক কর্মী নরেন্দ্র দাভোলকরকে গুলি করে হত্যা করা হয় ৷ এই খুনের সঙ্গে গোবিন্দ পানসারে, এমএম কালবুর্গী ও গৌরী লঙ্কেশের হত্যার যোগ রয়েছে কি না, সিবিআইকে তা খতিয়ে দেখতে বলল সুপ্রিম কোর্ট ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট

By

Published : Aug 18, 2023, 6:49 PM IST

নয়াদিল্লি, 18 অগস্ট:চার যুক্তিবাদী গোবিন্দ পানসারে, নরেন্দ্র দাভোলকর, এমএম কালবুর্গী ও গৌরী লঙ্কেশের হত্যার ঘটনা এক সূতোয় বাঁধা কি না, এই চার হত্যাকাণ্ডের মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, সিবিআইয়ের আইনজীবীকে তা পরীক্ষা করতে বলল সুপ্রিম কোর্ট ৷ আজ শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও সুধাংশু ধুলিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ নরেন্দ্র দাভোলকরের কন্যা মুক্তা দাভোলকরের একটি আবেদনের শুনানি করে ৷ তাঁর হয়ে প্রতিনিধিত্ব করেন শীর্ষ আইনজীবী আনন্দ গ্রোভার ৷

গ্রোভার শীর্ষ আদালতকে জানান যে, এই বিষয়টির সঙ্গে জড়িত সমস্যাগুলির দুটি ক্ষেত্র রয়েছে ৷ প্রথমত, যখন অপ্রত্যাশিত নির্দেশটি দেওয়া হয় তখন সিবিআই তদন্ত শেষ হয়নি ৷ এবং দ্বিতীয়ত, অপ্রত্যাশিত প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে পানসারে, দাভোলকর, অধ্যাপক কালবুর্গি ও লঙ্কেশের হত্যার ঘটনাগুলি একে-অপরের সঙ্গে সংযুক্ত এবং এই বিষয়টি বম্বে হাইকোর্টের সামনে তুলেও ধরা হয়েছিল ৷

সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে যে, "হাইকোর্ট তদন্তটি পর্যবেক্ষণ করতে অস্বীকার করেছে যেহেতু বিচারপ্রক্রিয়া চলছে এবং বেশ কয়েকজন সাক্ষীকে পরীক্ষা করা হয়েছে ও জিজ্ঞাসা করা হয়েছে ৷ এমন পর্যবেক্ষণে ভুল কী ?" গ্রোভার তখন বলেন যে, পলাতকদের এখনও গ্রেফতার করা হয়নি ৷

সিবিআইয়ের প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেন যে, এই বছরের মে মাসে একটি পালটা হলফনামা দাখিল করা হয়েছিল, যদিও কিছু প্রশাসনিক অসুবিধার কারণে এটি গ্রহণ করা হয়নি এবং বিচারের স্টেটাস সম্পর্কে আদালতকে অবহিত করেন তিনি ।

আরও পড়ুন:গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার

আনন্দ গ্রোভার যে বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করছেন, সে সম্পর্কে ঐশ্বর্য ভাটিকে জিজ্ঞাসা করে সুপ্রিম কোর্টের বেঞ্চ । আদালত সিবিআইয়ের আইনজীবীকে আরও প্রশ্ন করে, "আপনার মতে, চারটি খুনের কোনও মিল নেই ? তাই তো ?" বিচারপতি কৌল বলেন, আদালত এটি জানতে চায় এবং ভাটিকে এটি পরীক্ষা করতে বলছে ।

শীর্ষ আদালত এই বিষয়ে কিছু অতিরিক্ত নথি দাখিল করার জন্য গ্রোভারকে দুই সপ্তাহ সময় দিয়েছে ৷ বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি পরীক্ষা করতে আদালত এএসজি-কে সহায়তা করবে বলে জানিয়েছে । কুসংস্কার বিরোধী নরেন্দ্র দাভোলকর হত্যা সংক্রান্ত মামলা পর্যবেক্ষণ করতে অস্বীকার করে বম্বে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মুক্তা দাভোলকর ৷

2013 সালে যুক্তিবাদী এবং সামাজিক কর্মী নরেন্দ্র দাভোলকর মর্নিং ওয়াকের সময় গুলিবিদ্ধ হন । 2014 সালে হাইকোর্ট পুনে পুলিশের কাছ থেকে সিবিআইয়ের কাছে এই হত্যা মামলার তদন্ত হস্তান্তর করে এবং তারপর থেকে আদালত মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করছে ।

ABOUT THE AUTHOR

...view details