নয়াদিল্লি, 18 অগস্ট:চার যুক্তিবাদী গোবিন্দ পানসারে, নরেন্দ্র দাভোলকর, এমএম কালবুর্গী ও গৌরী লঙ্কেশের হত্যার ঘটনা এক সূতোয় বাঁধা কি না, এই চার হত্যাকাণ্ডের মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, সিবিআইয়ের আইনজীবীকে তা পরীক্ষা করতে বলল সুপ্রিম কোর্ট ৷ আজ শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও সুধাংশু ধুলিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ নরেন্দ্র দাভোলকরের কন্যা মুক্তা দাভোলকরের একটি আবেদনের শুনানি করে ৷ তাঁর হয়ে প্রতিনিধিত্ব করেন শীর্ষ আইনজীবী আনন্দ গ্রোভার ৷
গ্রোভার শীর্ষ আদালতকে জানান যে, এই বিষয়টির সঙ্গে জড়িত সমস্যাগুলির দুটি ক্ষেত্র রয়েছে ৷ প্রথমত, যখন অপ্রত্যাশিত নির্দেশটি দেওয়া হয় তখন সিবিআই তদন্ত শেষ হয়নি ৷ এবং দ্বিতীয়ত, অপ্রত্যাশিত প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে পানসারে, দাভোলকর, অধ্যাপক কালবুর্গি ও লঙ্কেশের হত্যার ঘটনাগুলি একে-অপরের সঙ্গে সংযুক্ত এবং এই বিষয়টি বম্বে হাইকোর্টের সামনে তুলেও ধরা হয়েছিল ৷
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে যে, "হাইকোর্ট তদন্তটি পর্যবেক্ষণ করতে অস্বীকার করেছে যেহেতু বিচারপ্রক্রিয়া চলছে এবং বেশ কয়েকজন সাক্ষীকে পরীক্ষা করা হয়েছে ও জিজ্ঞাসা করা হয়েছে ৷ এমন পর্যবেক্ষণে ভুল কী ?" গ্রোভার তখন বলেন যে, পলাতকদের এখনও গ্রেফতার করা হয়নি ৷
সিবিআইয়ের প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেন যে, এই বছরের মে মাসে একটি পালটা হলফনামা দাখিল করা হয়েছিল, যদিও কিছু প্রশাসনিক অসুবিধার কারণে এটি গ্রহণ করা হয়নি এবং বিচারের স্টেটাস সম্পর্কে আদালতকে অবহিত করেন তিনি ।