চণ্ডীগড়, 28 অগস্ট: আবারও খবরে পঞ্জাবের চণ্ডীগড় পুলিশের (Chandigarh Police Department) 'দাবাং লেডি' (Dabang Lady), কনস্টেবল প্রিয়াঙ্কা ৷ পুলিশের চাকরিকে কেবলমাত্র একটি পেশা হিসাবে ভাবতে নারাজ প্রিয়াঙ্কা ৷ বরং তাঁর এই পেশাকে সমাজ সেবার অন্যতম মাধ্যম হিসাবেই দেখেন তিনি ৷ পুলিশের রোজের ডিউটির বাইরে গিয়েও তাই অনেক কাজ করেন ৷ যার মধ্যে অন্যতম হল, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মৃতদেহ পূর্ণ মর্যাদার সঙ্গে দাহ ও সমাধিস্থ করা ৷ গত কয়েক বছরে এমন 150 থেকে 200টি দেহের সৎকার করেছেন তিনি ৷
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই কাজ করার জন্য পুলিশ বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নিয়ে রেখেছেন তিনি ৷ তবে, দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মৃতদেহ সৎকার করতে গিয়ে প্রিয়াঙ্কা যেন তাঁর পুলিশের ডিউটির সঙ্গে কোনওরকম সমঝোতা না করেন ৷ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন প্রিয়াঙ্কা ৷ তিনি জানিয়েছেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বেওয়ারিশ দেহ সৎকার (Cremate Unclaimed Bodies) করেন তিনি ৷
আরও পড়ুন:পোষ্য কুকুরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন, গ্রেফতার 65 বছরের বৃদ্ধ
প্রসঙ্গত, এর আগেও একবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন প্রিয়াঙ্কা ৷ সেই সময় তাঁর একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ৷ তাতে চারমাসের একটি শিশুকে কোলে নিয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে ৷ সেই ভিডিয়ো থেকেই প্রিয়াঙ্কার নাম হয় 'দাবাং লেডি' ৷
প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 2015 সাল থেকে তিনি দাবিদারহীন মৃতদেহের সৎকার করে চলেছেন ৷ তবে, এই কাজের জন্য কখনই তাঁকে তাঁর পুলিশের চাকরির সঙ্গে আপোস করতে হয়নি ৷ পরবর্তীতে পুলিশ বিভাগ সরাসরি তাঁকে দেহ সৎকারের অনুমতি দেওয়ায় দ্বিগুণ উৎসাহে এই কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা ৷ তিনি জানিয়েছেন, মদন লাল বশিষ্ট নামে এক সমাজসেবীকে এই কাজ করতে দেখেছিলেন তিনি ৷ তাঁকে দেখেই যথাযথ মর্যাদায় দেহ সৎকার করার অনুপ্রেরণা পেয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ প্রথমে মদন লাল বশিষ্টের সঙ্গেই এই কাজ করতেন তিনি ৷ পরবর্তীতে একা কাজ শুরু করেন ৷
প্রিয়াঙ্কা জানিয়েছেন, 2020 সালে তাঁর ছেলে হয় ৷ সেই সময় দেশজুড়ে চলছে করোনার প্রকোপ ৷ শিশুর জন্মের পর কিছু প্রথা পালনের রীতি রয়েছে ৷ কিন্তু, করোনার ভয়ে কেউ তখন সেসব করতে এগিয়ে আসেননি ৷ সেই সময় সাহায্য়ের হাত বাড়িয়ে দেন মদন লাল ৷ বাবার মতোই প্রিয়াঙ্কার পাশের থাকেন তিনি ৷ প্রিয়াঙ্কার ছেলের জন্ম উপলক্ষে পুজোর ব্যবস্থা করেন ৷ সেই ঘটনার পর থেকে মদন লালের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক আরও গভীর হয়েছে ৷