পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cyrus Mistry Facts: রতন টাটার উত্তরসূরির নজরকাড়া উত্থান, সাফল্যের যাত্রাপথ থামল ডিভাইডারে - শাপুরজি পালোনজি

ভয়ংকর পথদুর্ঘটনায় প্রয়াত হলেন (Ex Tata Sons Chairman) টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry Facts)৷ শাপুরজি পালোনজি গ্রুপের মালিকের ছেলের রতন টাটার উত্তরসূরী হয়ে ওঠার কেরিয়ার বেশ চমকপ্রদ (Cyrus Mistry Dies In Accident)৷

cyrus-mistry-dies-in-accident-facts-you-need-to-know-about-ex-tata-sons-chairman
রতন টাটার উত্তরসূরির নজরকাড়া উত্থান, সাফল্যের যাত্রাপথ থামল ডিভাইডারে

By

Published : Sep 4, 2022, 5:52 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর:রবিদুপুরে আচমকা নেমে এল অন্ধকার ৷ অকালেই চিরঘুমে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry Facts)৷ মহারাষ্ট্রের মুম্বই সংলগ্ন পালঘরে ডিভাইডারে ধাক্কা মারল তাঁর মার্সিডিজ ৷ মুহূর্তে সব শেষ (Cyrus Mistry Dies In Accident)৷

টাটা গ্রুপের সবচেয়ে বড় স্টেকহোল্ডার শাপুরজি পালোনজি গ্রুপের মালিক প্রয়াত পালোন মিস্ত্রির ছোট ছেলে ছিলেন সাইরাস মিস্ত্রি ৷ 1968 সালের 4 জলুাই তাঁর জন্ম ৷ লন্ডনে ইম্পেরিয়াল কলেজ অফ সায়ান্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিনের থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাশ করেন তিনি ৷ এরপর লন্ডন বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্টে করেন মাস্টার্স ডিগ্রি (Ex Tata Sons Chairman)৷

রতন টাটা 2012 সালে নিজের 75তম জন্মদিনে টাটা গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালে তাঁর স্থলাভিষিক্ত হন সাইরাস ৷ তার অনেক আগেই 2006 সালে অধিকর্তা হিসেবে টাটা গ্রুপে যোগ দিয়েছিলেন তিনি ৷ তারও আগে টাটাদেরই অন্যান্য বেশ কয়েকটি কোম্পানিতে নন-এক্সিকিউটিভ পদে কাজ করেছেন ৷ টাটাদের পরিবারের বাইরের একজন মানুষ হয়ে 142 বছরের গ্রুপের মাথায় গিয়ে বসেন সাইরাস ৷

চার বছর পরও তিনি নিজের পদ ধরে রাখতে পারতেন ৷ তবে 2016 সালে নাটকীয় ভাবে টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে ৷ টাটা সন্স বোর্ড তাঁর জায়গায় বসায় নটরাজন চন্দ্রশেখরনকে । সে বছরই কয়েক মাস পর মিস্ত্রিদের পরিবারের দুটি বিনিয়োগকারী কোম্পানি সাইরাস ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড ও স্টার্লিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড টাটা সন্সের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ এনে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় ৷ পরের বছর অর্থাৎ 2017 সালের ফেব্রুয়ারি মাসে, টাটা গ্রুপ ফার্মের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে (Cyrus Mistry)৷

আরও পড়ুন:পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে

টাটা সন্সের চেয়ারম্যান ডেজিগনেট হিসেবে নিযুক্ত হওয়ার আগে কনস্ট্রাকশন জায়েন্ট শাপুরজি পালোনজির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন সাইরাস ৷ 1991 সালে তিনি ডিরেক্টর হিসেবে যোগ দেন শাপুরজি পালোনজি গ্রুপে ৷

গোটা জীবনের যাত্রাপথে বেশিরভাগ ক্ষেত্রেই এসেছে সাফল্য ৷ তবে সেই যাত্রা এ বার গিয়ে থামল পালঘরের ডিভাইডারে ৷ মাত্র 54 বছর বয়সে চিরঘুমে চলে গেলেন সাইরাস মিস্ত্রি ৷

ABOUT THE AUTHOR

...view details