হায়দরাবাদ, 21 জানুয়ারি : তেলাঙ্গানার ওল্ড সিটির মীর চক থানা এলাকায় একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ । বিস্ফোরণের পর আগুন লেগে যায় বাড়িটিতে । দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । গতরাতের এই দুর্ঘটনায় আহত 13 জন বাঙালি । তাঁরা প্রত্যেকে সোনার কাজ করেন । প্রত্য়েককে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আরও পড়ুন : দ্বিতীয় পর্বে কোরোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা : সূত্র