নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : রবিবার সন্ধ্যা থেকে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab) ৷ তার জেরে প্রাণ গেল দুজন মৎস্যজীবীর ৷ রবিবার সন্ধ্যায় মাছ ধরে ফেরার সময় অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের তিনজন মৎস্যজীবী ঘূর্ণিঝড়ের মুখে পড়েন ৷ তাঁদের মধ্যে দুজনের দেহ উদ্ধার হয়েছে ৷ একজন এখনও নিখোঁজ ৷
ঘূর্ণিঝড়ের সতর্কতা সত্ত্বেও সমুদ্রে গিয়েছিলেন শ্রীকাকুলামের পলাসার ছয়জন মৎস্যজীবী ৷ কয়েকদিন আগেই ওড়িশা থেকে নতুন নৌকা কেনেন তাঁরা ৷ সেই নৌকো করেই মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ৷ রবিবার সন্ধ্যায় ফেরার সময় দুর্যোগে মুখে পড়েন তাঁরা ৷ উত্তাল সমুদ্রে উল্টে যায় নতুন কেনা নৌকা ৷ বোট উল্টে পাঁচজন ভেসে যান ৷ একজন নৌকায় ছিলেন, তিনিই গ্রামে ফোন করে দুর্ঘটনার খবর দেন ৷ ভেসে যাওয়া দুজন সাঁতরে কোনওরকমে তীরে এসে পৌঁছান ৷ পরে দুজনের দেহ উদ্ধার হয় ৷ নিখোঁজ থাকা আরও এক মৎস্যজীবীরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷