পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cyclone Biparjoy: শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে বিপর্যয়, গুজরাত উপকূলে জারি সতর্কতা - Super Cyclone

গুজরাতে উপকূলে ঘূর্ণিঝড় বিপর্যয়ের আছড়ে পড়ার সম্ভাবনা নেই ৷ তবে, আগামী 15 জুন এই ঘূর্ণিঝড় অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়বে ৷

Cyclone Biparjoy ETV BHARAT
Cyclone Biparjoy

By

Published : Jun 11, 2023, 3:06 PM IST

নয়াদিল্লি, 11 জুন: ভারতীয় মৌসম বিভাগ অর্থাৎ, আইএমডি রবিবার জানিয়েছে পূর্ব-মধ্য আরব সাগরে ক্রমশ অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরণিত হচ্ছে ‘বিপর্যয়’ ৷ এই মুহূর্তে সেটি ঘণ্টায় 5 কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ৷ আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আর কয়েকঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ৷ সেইসঙ্গে ক্রমশ উত্তরদিকে ধাবমান হয়ে আগামী 15 জুন আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোন হিসেবে পাকিস্তানের করাচিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে, সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের খুব কাছ দিয়ে সেটি এগোবে বলেই পূর্বাভাস ৷

মৌসম ভবন জানিয়েছে, এই মুহূর্তে মুম্বই থেকে 600 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় বিপর্যয় ৷ পোরবন্দর থেকে আপাতত 530 কিলোমিটার দূরত্বে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে সেটি ৷ অন্যদিকে, দ্বারকা থেকে 580 কিলোমিটার দক্ষিণে এবং নালিয়া থেকে 670 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় বিপর্যয় ৷ আর করাচি থেকে 830 কিলোমিটার দক্ষিণে রয়েছে ঘূর্ণিঝড়টি ৷ 15 জুন বিকেলে গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলবর্তী অঞ্চল দিয়ে পাকিস্তানে প্রবেশ করবে সেটি ৷

তবে, বিপর্যয়ের গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ ৷ তাদের মতে, ঘূর্ণিঝড়ের গতিপথ সামান্য পূর্বদিকে মোড় নেওয়ায় সৌরাষ্ট্র ও কচ্ছ-সহ গুজরাতের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ গুজরাতে আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, পোরবন্দর 200-300 কিলোমিটারের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়টি পাকিস্তানের দিকে যাবে ৷ তবে, আগামী 24 ঘণ্টায় ঘূর্ণিঝড় বিপর্যয় উত্তর ও উত্তর-পূর্বদিকে এগোবে ৷ তার পরবর্তী তিনদিন সেটি উত্তর ও উত্তর-পশ্চিমে এগোবে ৷

আরও পড়ুন:দ্রুত শক্তি বাড়িয়ে তীব্র ঘুর্ণিঝড়ে পরিণত বিপর্যয়, দুর্বল হবে বর্ষা

এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ আগামী 4 দিন সমুদ্র উত্তাল থাকবে ৷ এনডিআরএফ ও এসডিআরএফ'কে প্রস্তুত রাখা হয়েছে ৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের গুজরাতের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ 12 জুন আগামিকাল তার তীব্রতা বেড়ে হবে 50-60 কিলোমিটার ও 13 থেকে 15 জুনের মধ্যে ঝড়ের গতিবেগ হবে 70-80 কিলোমিটারের মধ্যে ৷ তবে, সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে ঝড়ের তীব্রতা একটু বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

ABOUT THE AUTHOR

...view details