নয়াদিল্লি, 28 মে :ঘূর্ণিঝড় যশের ফলে ক্ষতিগ্রস্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ত্রাণের কাজ চালিয়ে যেতে প্রাথমিকভাবে 1 হাজার কোটি টাকার অনুদান ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
উল্লেখ্য, শুক্রবারই যশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ দেন সবরকম সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস ৷
এদিন প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) তরফে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানের কথা জানানো হয় ৷ বলা হয়, উপদ্রুত এলাকার বাসিন্দাদের অবস্থা দেখে প্রধানমন্ত্রী ব্যথিত ৷ যাঁরা এই দুর্যোগে নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন মোদি ৷ পিএমও-র পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ গুরুতর জখমদের চিকিৎসার জন্য দেওয়া হবে 50 হাজার টাকা ৷