জগৎসিংহপুর (ওড়িশা), 25 মে : বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় "যশ"-এর গতিপথ উত্তর, উত্তর পশ্চিম দিকে ঘুরেছে আর আগামী বারো ঘণ্টার মধ্যেই তা শক্তি সঞ্চয় করে আরও বিধ্বংসী হয়ে উঠবে ৷ আইএমডি-র তরফে ওডিশা আর পশ্চিমবঙ্গের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে ৷ ওড়িশার জেলা প্রশাসন ইতিমধ্যে সমুদ্র উপকূল আর ঝড়ের গতিপথে থাকা জায়গাগুলি থেকে মানুষদের সরিয়ে জগৎসিংহপুর জেলার একটি অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে আসার কাজ শুরু করে দিয়েছে ৷
মৌসম ভবন জানিয়েছে, 26 মে দুপুরের দিকে ঘূর্ণিঝড় পারাদ্বীপ আর সাগর দ্বীপ অতিক্রম করে ওড়িশার উত্তরে বালাসোরে আছড়ে পড়তে পারে ৷ এই সময় গতিবেগ থাকবে 155-165 কিমি/ঘণ্টা, ঘূর্ণনের গতিবেগ হতে পারে 185 কিমি/ঘণ্টা ৷ সান্ধুকুদের বাসিন্দা সমীর বলেন, "আমাদের বাড়ি সমুদ্র থেকে 100-200 মিটার দূরে ৷ জেলাপ্রশাসন আমাদের জানায় সাইক্লোন আসছে, তাই পরিবারের 10 জন সদস্য এখানে এসেছি ৷"