পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওডিশায় জন্ম নেওয়া যশ দুর্বল হয়ে চলল ঝাড়খণ্ডে - ঘূর্ণিঝড় যশ

চলছে ল্যান্ডফল প্রক্রিয়া
চলছে ল্যান্ডফল প্রক্রিয়া

By

Published : May 26, 2021, 11:57 AM IST

Updated : May 26, 2021, 7:34 PM IST

13:08 May 26

স্থলভাগ আছড়ে পড়ল ঘূর্ণিঝড় যশ ৷ ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে । ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল 130-140 কিমি প্রতি ঘণ্টা ৷ সর্বোচ্চ 155 কিমি প্রতি ঘণ্টা ৷

স্থলভাগে আছড়ে পড়ার পর উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় যশ । ভূভাগের যত ভিতরে প্রবেশ করছে, ততই শক্তি হারাচ্ছে যশ । আগামী তিন ঘণ্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে এবং আগামী 6 ঘণ্টায় আরও শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ।

13:08 May 26

শেষ 24 ঘণ্টায় ওডিশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে । ময়ূরভঞ্জে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে । 304 মিলিমিটার । ভদ্রকে বৃষ্টি হয়েছে 288 মিলিমিটার । কেন্দ্রাপাড়ায় 275 মিলিমিটার ও জগতসিংহপুরে 271 মিলিমিটার বৃষ্টি হয়েছে ।

12:59 May 26

ওড়িশা সীমান্ত পার করছে যশ । আর এদিকে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়ে গিয়েছে । রাস্তার উপর উপড়ে পড়া গাছ সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে । ময়ূরভঞ্জের মোরাদা, রসগোবিন্দপুর ও বেতনতি এলাকায় গাছ সরানোর কাজ চলছে ।

12:52 May 26

যশের তাণ্ডবে সজাগ ভারতীয় রেল । চব্বিশ ঘণ্টার জন্য  কন্ট্রোল রুম খোলা হয়েছে । পূর্ব রেলের সমস্ত পরিষেবা আপাতত বাতিল করে দেওয়া হয়েছে । করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন মজুত করা হয়েছে । ওভারহেড তারের কোথাও কোনও সমস্যা হলে, তার জন্য ডিজ়েল ইঞ্জিনের ব্যবস্থা করা হয়েছে । জানালেন পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার মনোজ যোশী ।

12:42 May 26

যশের ধাক্কা সামাল দিতে সতর্ক বিহার প্রশাসন । ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সংলগ্ন বিহারের জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলিয়ে মোট 22 টি দল মোতায়েন করা হয়েছে । বৃহষ্পতিবার বিহারে 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে । সাধারণ মানুষকে অকারণে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে ।  ফাঁকা জায়গা, গাছ তলা এড়িয়ে যাওয়ার জন্য বলা হয়েছে । বিহারের কাটিহার, খাগারিয়া,  মাধেপুরা, সাহারসা, সাপৌল, নওদা, লখিসরাই, ঔরঙ্গাবাদ, পটনা, ভোজপুর, বক্সার ও বৈশালী জেলায় যশের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে । বিহারের উত্তরভাগে তুলনামূলকভাবে কম প্রভাব পড়বে যশের ।

12:36 May 26

যশের প্রভাবে পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকাগুলি, বিহার ও সিকিমে আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । অসম ও মেঘালয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । জানালেন আইএমডি-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র । 

12:17 May 26

বালেশ্বরের দক্ষিণ দিক দিয়ে ওড়িশা সীমান্ত পার করছে ঘূর্ণিঝড় যশ । কাল সকালের মধ্যে যশ ঢুকে পড়বে ঝাড়খণ্ডে । ওড়িশার উত্তরভাগ ও উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

12:14 May 26

মুম্বই থেকে ভুবনেশ্বরগামী একাধিক বিমান বাতিল করা হয়েছে । এখনও পর্যন্ত যা খবর, তাতে কমপক্ষে 6 টি বিমান বাতিল হয়েছে ।

12:12 May 26

পারাদ্বীপের মধুবন এলাকায় একাধিক গাছ উপড়ে পড়েছে । যশের ধ্বংসলীলায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওড়িশার একাধিক এলাকা । 

12:08 May 26

চলছে যশের তাণ্ডব । অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় সমুদ্র উপকূলের গ্রামগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে । জারি করা হয়েছে সতর্কতা ।

12:04 May 26

বালেশ্বর সংলগ্ন ভোগরাই ও পার্শ্ববর্তী নিচু জমিগুলিতে ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি থেকে গ্রামবাসীদের উদ্ধার করছেন ।

12:00 May 26

গতরাত থেকে ওড়িশার বিভিন্ন উপকূলবর্তী এলাকায় চলছে প্রবল ঝড়-বৃষ্টি । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কুইক রেসপন্স টিম ও ইরাসামার বিডিও গতরাতে ঝড়ের কবলে পড়া একটি নৌকা থেকে 10 জনকে উদ্ধার করেন । তাঁদের এই সাহসিকতার প্রশংসা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ।

11:59 May 26

কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ময়ূরভঞ্জ জেলার এমডিআর-70 সড়কের 90 কিলোমিটার ফাঁকা করে দেওয়া হয়েছে ।

11:37 May 26

ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে 9 টা 15 মিনিট থেকে । প্রায় আড়াই ঘণ্টা অতিক্রান্ত । আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া । এই মুহূর্তে  বালেশ্বর থেকে 30 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় যশ ।

Last Updated : May 26, 2021, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details