নয়াদিল্লি, 22 অক্টোবর: আবারও ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি ৷ দেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরব সাগরের দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত হওয়া অতি তীব্র ঘূর্ণিঝড় তেজ রবিবার অর্থাৎ আজ দুপুর নাগাদ অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ৷
রবিবার এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) করা একটি পোস্টে দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, "ভিএসসিএস (ভেরি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম) তেজ ভারতীয় সময় 22 অক্টোবর ভোর রাত 2টো 30মিনিটে দক্ষিণ-পশ্চিম আরব সাগরের উপরে সোকোত্রার (ইয়েমেন) প্রায় 260 কিমি পূর্ব-দক্ষিণপূর্ব, সালালাহ (ওমান) এর 630 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং আল গাইদাহ (ইয়েমেন) এর 650 কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে । 22 অক্টোবরের মধ্যাহ্নে এটির আরও শক্তি বাড়িয়ে একটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ।"
আরব সাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড় ইয়েমেনের আল গাইদাহ এবং ওমানের সালালাহর মধ্যে দিয়ে 25 অক্টোবর ভোররাতের দিকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে । তেজ গুজরাত থেকে সরে যেতে পারে এবং ওমান ও ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে । এটি প্রাথমিকভাবে 20 অক্টোবর আরব সাগরের উপর গঠিত একটি নিম্নচাপ হিসাবে চিহ্নিত হয়েছিল, যা অবশেষে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ।
আরও পড়ুন:বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, নবমী-দশমীতে তাল কাটতে পারে উৎসবের
আইএমডি আরও বলেছে যে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ছিল ভারতীয় সময় 22 অক্টোবর ভোর রাত 2টো 30 মিনিটে যা কেন্দ্রীভূত হয় পারাদ্বীপ (ওড়িশা) থেকে 610 কিলোমিটার দক্ষিণে, দিঘা (পশ্চিমবঙ্গ) থেকে 760 কিলোমিটার দক্ষিণে এবং খেপুপাড়ার (বাংলাদেশ) 980 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে । এটি পরবর্তী 24 ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷