নয়াদিল্লি, 19 মে : ঘূর্ণিঝড় তখতের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গুজরাত ও মহারাষ্ট্র ৷ বুধবার তখতের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিজে সরজমিনে খতিয়ে দেখতে গুজরাত ও দিও যাবেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
সকাল সাড়ে ন’টা নাগাদ দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী ৷ যাবেন ভাবনগরে ৷ সেখান থেকে হেলিকাপ্টারে আকাশপথে পরিদর্শন করবেন তিনি ৷ কাপ্টারে ঘুরে দেখবেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত উনা, দিও, জাফারাবাদ ও মাহুভা ৷ এরপর আহমেদাবাদে একটি বৈঠক করবেন প্রাধনমন্ত্রী ৷