কোচি, 15 মে : শনিবার কোচির নিকটে ঘূর্ণিঝড় টাউকতের তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শুক্রবার জানিয়েছিল ভারতীয় নৌবাহিনী ৷ ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এক টুইট বার্তায় জানিয়েছিলেন একথা ৷ ঘূর্ণিঝড় টাউকতে ভারতের পশ্চিম উপকূলের কাছে আসার সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনী রাজ্য প্রশাসনকে সাহায্যের আশ্বাস দিয়েছে । ভারতীয় নৌবাহিনী জাহাজ, বিমান, হেলিকপ্টার, ডাইভিং এবং দুর্যোগ মোকাবিলা দলগুলি রাজ্য প্রশাসনগুলিকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে । বিপর্যয় মোকাবিলার জন্য কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাত এবং মহারাষ্ট্রে 53টি এনডিআরএফ টিম নিয়োগ করা হয়েছে ৷
শুক্রবার সন্ধ্যায় ভূবিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, 14 মে ঘূর্ণিঝড়টি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমিনি দিভি থেকে প্রায় 55 কিলোমিটার দূরে লাক্ষাদ্বীপের উপর ছিল, যা কেরালার কন্নুর থেকে 290 কিলোমিটার এবং গুজরাতের ভেরাভাল থেকে 1060 কিলোমিটার দূরে ৷ থেকে তবে গত 6 ঘণ্টা ধরে সেটি লাক্ষাদ্বীপ অঞ্চল ও পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য আরব সাগরের উপর থেকে 11 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছিল ৷