পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় টাউকতে, 5 রাজ্যে প্রস্তুত 53 এনডিআরএফ টিম

শুক্রবার দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ঘনীভূত নিম্নচাপ তীব্রতর হয়ে উঠেছিল ৷ কেরালার অনেক অংশে ভারী বৃষ্টিপাত হয়েছিল এবং বিশাল জোয়ার উপকূলীয় অঞ্চলে আঘাত হানা শুরু করে । জলোচ্ছ্বাসের জন্য বন্যার আশঙ্কা করে প্রশাসন রাজ্যের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের মানুষকে সেখান থেকে সরানো শুরু করেছে ৷

ঘূর্ণিঝড় তৌক্তে
ঘূর্ণিঝড় তৌক্তে

By

Published : May 15, 2021, 10:20 AM IST

Updated : May 15, 2021, 10:52 AM IST

কোচি, 15 মে : শনিবার কোচির নিকটে ঘূর্ণিঝড় টাউকতের তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শুক্রবার জানিয়েছিল ভারতীয় নৌবাহিনী ৷ ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এক টুইট বার্তায় জানিয়েছিলেন একথা ৷ ঘূর্ণিঝড় টাউকতে ভারতের পশ্চিম উপকূলের কাছে আসার সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনী রাজ্য প্রশাসনকে সাহায্যের আশ্বাস দিয়েছে । ভারতীয় নৌবাহিনী জাহাজ, বিমান, হেলিকপ্টার, ডাইভিং এবং দুর্যোগ মোকাবিলা দলগুলি রাজ্য প্রশাসনগুলিকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে । বিপর্যয় মোকাবিলার জন্য কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাত এবং মহারাষ্ট্রে 53টি এনডিআরএফ টিম নিয়োগ করা হয়েছে ৷

শুক্রবার সন্ধ্যায় ভূবিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, 14 মে ঘূর্ণিঝড়টি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমিনি দিভি থেকে প্রায় 55 কিলোমিটার দূরে লাক্ষাদ্বীপের উপর ছিল, যা কেরালার কন্নুর থেকে 290 কিলোমিটার এবং গুজরাতের ভেরাভাল থেকে 1060 কিলোমিটার দূরে ৷ থেকে তবে গত 6 ঘণ্টা ধরে সেটি লাক্ষাদ্বীপ অঞ্চল ও পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য আরব সাগরের উপর থেকে 11 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছিল ৷

জানা গিয়েছে, এটি পরবর্তী 12 ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড় ঝড়ে পরিণত হবে ৷ আগামী 24 ঘণ্টার মধ্যে তা আরও তীব্র হবে ৷ খুব সম্ভবত 18 মে সকালে এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং গুজরাত উপকূলের কাছে পৌঁছবে ৷

ভারত আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তরফে কেরালা উপকূলের জেলেদের সতর্ক করা হয়েছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকেই উপকূলে মাছ ধরা নিষিদ্ধ করেছে ৷ আইএমডির তরফে 17 মে অবধি সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ 2020-এর 3 ডিসেম্বর ঘূর্ণিঝড় বুড়েভি কেরালা এবং আশপাশের অঞ্চলে ভূমিধ্বসের সৃষ্টি করেছিল ।

আরও পড়ুন: কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর সিদ্ধান্তের প্রশংসায় ফসি

Last Updated : May 15, 2021, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details