পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুধবার তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আছড়ে পড়তে পারে নিভার - নিভার

গতকালই মৌসম ভবনের তরফে মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ ইতিমধ্য়েই তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে ৷

cyclone_nivar_moving_towards_land_of_tamilnadu_and_puducherry
বুধবার তামিলনাড়ু ও পুডুচেরি উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘নিভার’

By

Published : Nov 23, 2020, 4:51 PM IST

Updated : Nov 23, 2020, 5:28 PM IST

কলকাতা, 23 নভেম্বর : তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার ৷ বুধবার দুপুরের পর প্রায় 100 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন ৷ এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ৷ তবে মঙ্গলবারের মধ্য়ে এটি শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসবে ৷ ঘূর্ণিঝড়টির মুখ উত্তর-পশ্চিমে রয়েছে ৷ তামিলনাড়ুর মমল্লপুরম ও কারাইকাল এবং পুদুচেরি উপকূলের একাংশে তা আছড়ে পড়তে পারে ৷ বর্তমানে ঘূর্ণিঝড়টি 18 কিলোমিটার প্রতি ঘণ্টায় উপকূলের দিকে ধেয়ে আসছে ৷

গতকালই মৌসম ভবনের তরফে মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ ইতিমধ্য়েই তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷

তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশ করা হয়েছে ৷ কবে কোথায় ভারী বৃষ্টি হতে পারে সেখানে তার তালিকা দেওয়া হয়েছে ৷ তানজাভুর, তীরুভারুর, নাগাপট্টিনাম এবং কারাইকালে 23 নভেম্বর থেকে ভারী বৃষ্টি শুরু হবে ৷ পুডুকোট্টাই, আড়াইয়াল সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন জায়গায় 24 নভেম্বর থেকে বৃষ্টি শুরু হবে ৷ এদিকে অন্ধ্রপ্রদেশের রায়লসীমা এবং তেলাঙ্গানায় বৃষ্টি হবে 25 এবং 26 নভেম্বর থেকে।

এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপ হিসেবে ঘূর্ণিঝড়়টি চেন্নাই থেকে দক্ষিণে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে ৷ তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলের জেলাগুলিতে কৃষকদেরও সতর্ক করা হয়েছে ৷ সেখানে ঝড়ের দাপটে ফসলের ব্য়াপক ক্ষতির সম্ভবনা রয়েছে ৷ কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 6টি দল নামানো হয়েছে ৷ উপকূলের কাছাকাছি থাকা বাসিন্দাদের ইতিমধ্য়ে নিরাপদ স্থানে সরানো শুরু হয়েছে ৷

Last Updated : Nov 23, 2020, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details