চেন্নাই, 25 নভেম্বর : বুধবার মধ্যরাতে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় নিভারের । ভোররাত তিনটের পর থেকে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে আসবে । আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।
নিভারের মোকাবিলায় তৈরি তামিলনাড়ু - তামিলনাড়ু
মধ্যরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিভার ।
চেন্নাই, এন্নোর, কাটুপল্লি, কুড্ডালোর, নাগাপাট্টিনাম, পুদুচেরি, কড়াইকাল উপকূলে সতর্কবার্তা জারি হয়েছে । ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির তৈরি করা হয়েছে । মোট 3,344 টি জায়গায় ত্রাণ শিবির তৈরি করা হয়েছে । ইতিমধ্যেই নয়টি ত্রাণ শিবিরে 264 জনকে রাখা হয়েছে । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী জানিয়েছেন, ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলিতে সাধারণ মানুষকে সহায়তার জন্য 43 হাজার 409 জন কর্মী মোতায়েন করা হয়েছে । তার মধ্যে রয়েছে 14 হাজার 232 জন মহিলা । বন্যা হলে পশুপাখিদের সুরক্ষার জন্য 8 হাজার 871 জনকে রাখা হয়েছে । তিনি আরও জানিয়েছেন, ত্রাণ শিবিরে খাবার, বিছানা ও বিছানার চাদর দেওয়া হবে । শিশুদের জন্য থাকবে দুধের ব্যবস্থা । সাধারণ মানুষকে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷
ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার পর উদ্ধারকার্যের জন্য দুটি হেলিকপ্টার ও 15টি রিলিফ টিমকে তৈরি রাখা হয়েছে । ভারতীয় নৌ সেনা জানিয়েছে, পাঁচটি বন্যা রিলিফ টিম চেন্নাইয়ে মোতায়েন করা হয়েছে । মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । ঘূর্ণিঝড়ের কারণে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ রেল । চেন্নাইয়ে বুধবার সকাল 10টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা । তামিলনাড়ুর সাতটি জেলায় বন্ধ রয়েছে বাস পরিষেবা ।এদিকে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র যথাসাধ্য সহযোগিতা করবে বলে মঙ্গলবারই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে প্রধানমন্ত্রী জানান, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে পালানিস্বামী এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের তরফে সবরকম সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেন ৷